রশিদের ঘূর্ণিতে বাংলাদেশের অল্প পূঁজি
প্রথম ম্যাচে পরে ব্যাট করে ভুগতে হয়েছিল। এবার টস জিতে আগে ব্যাটিং নিয়েও হয়েছে বেহাল দশা। রশিদ খানের ঘুর্ণিতে নাজেহাল হয়ে আফগানিস্তানকে মাত্র ১৩৫ রানের লক্ষ্য দিয়েছে সাকিব আল হাসানের দল। ১০৮ রানে ৮ উইকেট হারিয়ে ফেলার পর এই রানও হয়েছে টেল এন্ডার আবু হায়দার রনির ক্যামিওতে। ১৪ বলে ২১ রানে অপরাজিত থাকেন তিনি।
প্রথম ১০ ওভারে ৩ উইকেটে ৮১ রান করেছিল বাংলাদেশ। পরের ১০ ওভারে করতে পারল আর মাত্র রান। কারণ প্রথম ১০ ওভারে যে বল করতেই আসেননি রশিদ খান। একাদশ ওভারে এসেই শুরু করেন ভোগানো। চার ওভারের স্পেল শেষ করে ১২ রানে নিয়েছেন ৪ উইকেট। যার তিনটিই এক ওভারে।
১৫ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ছিল ৪ উইকেটে ১০১। পরের ওভারে স্কোরবোর্ডের চেহারা ১০৩/৭! নিজের দ্বিতীয় ওভারে বাংলাদেশের সব সম্ভাবনা যেন একাই শেষ করে দেন রশিদ। প্রথম বলে সাকিবকে দিয়ে শুরু। চতুর্থ ও পঞ্চম বলে তামিম আর মোসাদ্দেককে আউট করে তৈরি করেছিলেন হ্যাটট্রিকের সুযোগ। হ্যাটট্রিক না হলেও শেষ ওভারে আউট করেছেন সৌম্য সরকারকেও।
বিপর্যস্ত বাংলাদেশ ইনিংসের সেরা স্কোরার তামিম ইকবাল। ৪৩ রান করতে অবশ্য তার লেগে যায় ৪৮ বল। দ্বিতীয় সেরা মুশফিকের ২২। আর শেষ দিকে আবু হায়দারের ২১ রান যেন এনে দেয় কিছুটা লড়াইয়ের পূঁজি।
টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
দেরাদুনে সিরিজের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে পাত্তাই পায়নি বাংলাদেশ দল। সিরিজে টিকে থাকতে হলে দ্বিতীয় ম্যাচে তাই জয়ের কোন বিকল্প নেই টাইগারদের হাতে। এমন গুরুত্বপূর্ণ ম্যাচের টস জিতে নিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান। বেছে নিয়েছেন ব্যাটিং। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়।
গুরুত্বপূর্ণ এ ম্যাচে দুইটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। ব্যাটিংয়ে শক্তি বাড়িয়ে সৌম্য সরকারকে একাদশে এনেছে টাইগাররা। ফিরেছেন পেসার আবু হায়দার রনিও। আর তাদের জায়গা দিতে দল থেকে বাদ পড়েছেন আবুল হাসান রাজু ও আবু জায়েদ রাহী। আগের ম্যাচের বর্ণহীন পারফরম্যান্সের কারণেই বাদ পড়লেন এ দুই পেসার।
অপরদিকে উইনিং কম্বিনেশন ধরে রেখেছে আফগানিস্তান। আগের ম্যাচের একাদশ নিয়েই মাঠে নেমেছে দলটি।
বাংলাদেশ একাদশ : তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন, রুবেল হোসেন ও নাজমুল ইসলাম অপু।
আফগানিস্তান একাদশ : মোহাম্মদ শাহজাদ, উসমান গণি, আসগার স্তানিকজাই, নজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবি, সামিউল্লাহ শেনওয়ারি, শফিকুল্লাহ শফিক, রশিদ খান, করিম জানাত, মুজিব উর রহমান ও শাপুর জাদরান।
Comments