বিসিবির কাছে সাক্ষাতকার দিতে স্টিভ রোডস ঢাকায়
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচের পদে সাক্ষাতকার দিতে ইংলিশ কোচ স্টিভ রোডস ঢাকায় এসেছেন।বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে আজই তার বৈঠক করার কথা।
বৃহস্পতিবার সকাল তিনি ঢাকায় পৌঁছান। দুপুরে বিসিবি সভাপতির সঙ্গে নিজের কর্ম পরিকল্পনা উপস্থাপনা করতে পারেন। সংক্ষিপ্ত তালিকায় থাকা এই কোচের সঙ্গে বিসিবি চুক্তিতে যাবে কিনা তা বুধবার পর্যন্ত নিশ্চিত করেননি বোর্ড প্রধান, ‘কাল (আজ ) হওয়ার (চুক্তি) সম্ভাবনা আমি দেখি না কোন। বেসিক্যালি আমরা শর্ট লিস্ট করে দিয়েছিলাম গ্যারি কারস্টেনকে, সেও করেছে। দুই তালিকার মধ্যে কমন একজন স্টিভ রোডস। সেজন্য তাকেই ডাকা হয়েছে। হয়েও (চুক্তি) যেতে পারে।’
রোডসের প্রোফাইল ঘেঁটে দেখলেও মুখোমুখি সাক্ষাতকারে সব সুরাহা করতে চায় বিসিবি, ‘তার কাগজ পত্র দেখেছি। মুখোমুখি কথা হয়নি। টার্মস এন্ড কন্ডিশন নিয়ে কথা আরও অনেকের সঙ্গেই হচ্ছে। এছাড়াও আরও সাত-আট জনের (অন্যান্য স্পেশালিষ্ট কোচ) সঙ্গে ফাইনাল কথা বলে রেখেছি। এক মাসের মধ্যে সবাই আসবে। প্রধান কোচ আমরা আগেই নিতে চাচ্ছি।
কাউন্টি দল উস্টারশায়ারের দায়িত্ব পালন করা এই কোচ খেলোয়াড়ি জীবন অবশ্য বর্ণাঢ্য নয়। ইংল্যান্ডের হয়ে খেলেছেন ১১ টেস্ট আর ৯ ওয়ানডে। খেলোয়াড়ি জীবনে নামডাক না থাকলেও কোচ হিসেবে রোডস অভিজ্ঞ। সাকিব আল হাসান উস্টারশায়ারে খেলার সময় সেখানকার ক্রিকেট ডিরেক্টর ছিলেন তিনি।
Comments