বিশ্বকাপে কোন ক্লাবের কতজন

পর্তুগালের অনুশীলনে ক্রিস্টিয়ানো রোনালদো।ছবি: রয়টার্স

এবারের রাশিয়া বিশ্বকাপে ৩২ দলের মোট ৭৩৬ জন ফুটবলার অংশ নেবেন। যার ৭৪ শতাংশই ইউরোপের বিভিন্ন ক্লাবের হয়ে খেলে থাকেন। সবচেয়ে বেশি ১২৪ জন খেলেন ইংল্যান্ডের বিভিন্ন ক্লাবে। তারপরে আছে স্পেনের ক্লাবগুলোতে খেলা ৮১ ও জার্মানির ক্লাবগুলোতে খেলা ৬৭ জন।

একক  ক্লাব হিসেবে ইংল্যান্ডের ম্যানচেস্টার সিটি থেকে বিশ্বকাপে সুযোগ পেয়েছেন সর্বোচ্চ ১৬ জন। ১৫ জন সুযোগ পেয়েছেন রিয়াল মাদ্রিদ থেকে। বিশ্বকাপে বার্সেলোনার আছেন ১৪ জন ফুটবলার। ১২ জন করে জায়গা পেয়েছেন চেলসি, পিএসজি ও টটেনহ্যাম হটস্পার থেকে।

বিশ্বকাপে নিজ দেশের ক্লাবে খেলার দিক থেকে সবচেয়ে এগিয়ে ইংল্যান্ড। ইংলিশদের বিশ্বকাপ স্কোয়াডের ২৩ জন ফুটবলারই তাদের নিজেদের ঘরোয়া লিগে খেলে থাকেন। এই তালিকায় দুই নম্বরে সৌদি আরব। তাদের স্কোয়াডের ২০ জন আছেন নিজ দেশের ঘরোয়া লিগের। সেনেগাল, সুইডেন আবার ঠিক উলটো। তাদের স্কোয়াডে জায়গা হয়নি স্থানীয় লিগের কারো। বেলজিয়াম, আইসল্যান্ড, নাইজেরিয়া ও সুইজারল্যান্ড দলে নিজস্ব লিগ থেকে খেলোয়াড় আছেন একজন করে।

বড় বড় দলের তারকা প্রায় সবাই খেলেন ইউরোপের বিভিন্ন লিগে। বিশ্বকাপেও তাই ইউরোপিয়ান ফুটবল ধাঁচের প্রাধান্য থাকলে অবাক হওয়ার কিছু থাকবে না। 

Comments

The Daily Star  | English

Ex-CEC Nurul Huda gives confessional statement in poll irregularities case

Statement being recorded before magistrate in case over alleged bias in past elections

6m ago