মোট বাজেটের ২০ শতাংশ শিশুদের জন্যে বরাদ্দের প্রস্তাব

আগামী ২০২০ সালের মধ্যে জাতীয় পরিকল্পনা ও বাজেটে শিশুদের উন্নয়নের জন্যে মোট বাজেটের ২০ শতাংশ বরাদ্দ রাখার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।
street children
ছবি: স্টার ফাইল ফটো

আগামী ২০২০ সালের মধ্যে জাতীয় পরিকল্পনা ও বাজেটে শিশুদের উন্নয়নের জন্যে মোট বাজেটের ২০ শতাংশ বরাদ্দ রাখার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।

তিনি বলেন, যেসব শিশু ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত রয়েছে তাদের দক্ষতা বাড়ানোর জন্যে প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে। তাদের জন্যে পর্যায়ক্রমে ছয় মাস ও আঠারো মাস মেয়াদের অনানুষ্ঠানিক শিক্ষার ব্যবস্থাও করা হচ্ছে।

এ ধরণের কর্মসূচির আওতায় ৯০ হাজার শিশু স্বাভাবিক জীবনে ফিরে এসেছে বলেও উল্লেখ করেন তিনি। চলতি বছরে আরও ৬০ হাজার শিশু এই কর্মসূচির আওতায় আসবে বলেও জানান অর্থমন্ত্রী।

এছাড়াও, নিয়োগকর্তা, শ্রমিক এবং সুশীল সমাজের বিভিন্ন সংগঠনের সঙ্গে কথা বলে ৩৮ ধরণের কাজকে শিশুদের জন্যে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে বলেও জানান তিনি।

উল্লেখ্য, সরকার ২০১৫-১৬ অর্থবছর থেকে শিশুদের জন্যে বাজেট বরাদ্দ রেখে আসছে।

Comments

The Daily Star  | English

Former planning minister MA Mannan arrested in Sunamganj

Police arrested former Planning Minister MA Mannan from his home in Sunamganj's Shatiganj upazila yesterday evening

2h ago