তাওসিফ-টয়ার ‘নাটকীয় প্রেম’

শাহরিয়ার এর জনপ্রিয় কার্টুন চরিত্র বেসিক আলীর প্রথম টেলিফিল্ম ‘নাটকীয় প্রেম’ আসন্ন ঈদে চ্যানেল আই ও বেসিক স্টুডিওস এর ইউটিউব চ্যানেলে দেখা যাবে।
Natakiya Prem
টেলিফিল্ম ‘নাটকীয় প্রেম’-এর একটি দৃশ্যে তাওসিফ মাহবুব ও মুমতাহিনা চৌধুরী টয়া। ছবি: সংগৃহীত

শাহরিয়ার এর জনপ্রিয় কার্টুন চরিত্র বেসিক আলীর প্রথম টেলিফিল্ম ‘নাটকীয় প্রেম’ আসন্ন ঈদে চ্যানেল আই ও বেসিক স্টুডিওস এর ইউটিউব চ্যানেলে দেখা যাবে।

গৌতম কৈরীর পরিচালনায় এই ৪০ মিনিটের চেয়ে বড়ো টেলিফিল্ম পর্বটির বিষয়বস্তু হচ্ছে বেসিক আর রিয়ার প্রেম।

বেসিক আলীর চরিত্রে তাওসিফ মাহবুব আর রিয়ার চরিত্রে মুমতাহিনা চৌধুরী টয়াকে দর্শকরা যাত্রার অভিনয়শিল্পী হিসেবে দেখতে পাবেন এই টেলিফিল্মে। এতে অন্যান্য চরিত্রে অভিনয় করেছে মীর নওফেল আশরাফি জিসান (হিল্লোল), এ কে আজাদ সেতু, জাকি আহমেদ জারিফ প্রমুখ।

শাহরিয়ার দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “বেসিক আলীতে কিছু রোমান্স সবসময়ই ছিল। এবং বেসিক-রিয়ার প্রেম তো ছিলই। এই টেলিফিল্ম বেসিক আলীর স্বাদেই তৈরি করা হয়েছে। এখানে প্রেম থাকবে আর বরাবরের মতো কার্টুন স্বাদের কমেডিও থাকবে।”

বেসিক আলী গত বছর জুন মাসে লাইভ অ্যাকশন কমেডি সিরিজ হিসেবে ইউটিউবে মুক্তি পেয়েছিলো; এর ঠিক এক বছর পর মুক্তি পেতে যাচ্ছে বেসিক আলীর প্রথম টেলিফিল্ম ‘নাটকীয় প্রেম’। সেই সাথে থাকছে জনপ্রিয় গায়ক মিনার রহমানের একটি নতুন গান।

Comments

The Daily Star  | English

‘Independents’ will stay in race

Says Hasina in face of 14-party allies’ demand for ‘cakewalk’ in shared seats

12h ago