দাম বাড়ছে আমদানিকৃত মোবাইল ফোন সেটের
২০১৮-১৯ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেট আজ (৭ জুন) জাতীয় সংসদে পেশকালে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত আমদানিকৃত মোবাইল ফোন সেটের ওপর সাজচার্জ বাড়ানোর কথা জানান।
বাজেট বক্তৃতায় তিনি আমদানিকৃত মোবাইল ফোন সেটের ওপর শতকরা ১ ভাগ সাজচার্জ বাড়ানোর প্রস্তাব করেন।
বর্তমানে আমদানিকৃত মোবাইল ফোন সেট কিনতে একজন ক্রেতাকে ১০ শতাংশ কর দেওয়ার পাশাপাশি ১৫ শতাংশ ভ্যাট, ২ শতাংশ অগ্রিম আয় কর এবং ১ শতাংশ সাজচার্জ দিতে হয়।
তবে, অর্থমন্ত্রী মোবাইল ফোন প্রস্তুতের জন্যে কাঁচামাল আমদানির ওপর কর কমানোর প্রস্তাবও দিয়েছেন। ফলে স্থানীয়ভাবে সংযোজিত মোবাইল ফোন সেটের দাম কমবে।
ওয়াল্টন কিছু মোবাইল ফোন সেট সংযোজন করলেও দেশে এখনও পর্যন্ত মোবাইল ফোন সেট তৈরির কারখানা গড়ে উঠেনি। কিছু স্থানীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠান এদেশে কারখানা স্থাপনের চেষ্টা করছে।
উল্লেখ্য, গত বছর দেশে ৩ কোটি ৩৪ লাখ মোবাইল সেট আমদানি করা হয়- যার মূল্য ছিল ১০ হাজার কোটি টাকা।
Comments