জামিনে আসিফ আকবর

জামিন পেয়েছেন কণ্ঠশিল্পী আসিফ আকবর। তথ্যপ্রযুক্তি আইন ও প্রতারণার অভিযোগে দায়ের করা মামলায় ১০ হাজার টাকা মুচলেকা দিয়ে জামিন লাভ করেন তিনি।
Asif Akbar
কণ্ঠশিল্পী আসিফ আকবর। ছবি: সংগৃহীত

জামিন পেয়েছেন কণ্ঠশিল্পী আসিফ আকবর। তথ্যপ্রযুক্তি আইন ও প্রতারণার অভিযোগে দায়ের করা মামলায় ১০ হাজার টাকা মুচলেকা দিয়ে জামিন লাভ করেন তিনি।

পুলিশ মামলাটির প্রতিবেদন দাখিল করার আগ পর্যন্ত এ জামিন বহাল থাকবে।

আজ (১১ জুন) ঢাকা মহানগর হাকিম কেশব রায় আসিফের জামিন আবেদন মঞ্জুর করে এ আদেশ দেন।

এর আগে সকালে আদালতে আসিফের আইনজীবী জামিনের জন্যে আবেদন করেন। পরে শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেন।

উল্লেখ্য, গত ৫ জুন দিনগত রাত দেড়টায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি দল কণ্ঠশিল্পী আসিফকে তার অফিস থেকে গ্রেফতার করে। তেজগাঁও থানায় সুরকার ও কণ্ঠশিল্পী শফিক তুহিনের দায়ের করা তথ্যপ্রযুক্তি আইন ও প্রতারণার একটি মামলায় (মামলা নম্বর ১৫) আসিফকে গ্রেফতার করা হয়।

Comments

The Daily Star  | English

Over 5,500 held in one week

At least 738 more people were arrested in the capital and several other districts in 36 hours till 6:00pm yesterday in connection with the recent violence across the country.

13h ago