চোখে মারাত্মক চোট পেয়েছেন জ্যাকুলিন ফার্নান্দেজ

jacqueline fernandez
বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ। ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া

বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ চোখে মারাত্মক আঘাত পেয়েছেন। গত মার্চে এই আঘাত পেলেও এর ভয়াবহতার কথা তিনি জানান দুদিন আগে।

আজ (১১ জুন) টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়, আবুধাবিতে স্কোয়াশ খেলতে গিয়ে চোখে ব্যথা পান এই সাবেক মিস শ্রীলঙ্কা। এরপর, তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এর আগের দিন ‘রেস ৩’-র অভিনেত্রী ইনস্টাগ্রামে তার আঘাত পাওয়া চোখের একটি ছবি পোস্ট করেন। ছবিটির ক্যাপশনে বলা হয়, “এটি আর কখনো ভালো হবে না।… তবে খুবই কৃতজ্ঞ কারণ আমি দেখতে পাচ্ছি।”

জ্যাকুলিন বর্তমানে ‘রেস ৩’-এর প্রচারণার কাজে ব্যস্ত রয়েছেন। রেমো ডি’সুজার পরিচালনায় ‘রেস’ সিরিজের এই নতুন কিস্তিতে অভিনয় করেছেন সালমান খান, ববি দেওল, অনিল কাপুর, ডেইজি শাহ, সাকিব সালিম প্রমুখ।

ছবিটি আগামী ১৫ জুন মুক্তি পাওয়ার কথা রয়েছে।

Comments

The Daily Star  | English

Govt issues notification banning AL activities

A Public Security Division joint secretary confirmed the matter

33m ago