সেন্সরের ফাঁদে ‘সুপারহিরো’!

Shakib Khan and Bubli in Superhero
‘সুপারহিরো’ চলচ্চিত্রে শাকিব খান ও বুবলী। ছবি: সংগৃহীত

তবে কি আইনের ফাঁদে আটকে গেল শাকিব খান ও বুবলী অভিনীত ‘সুপার হিরো’ ছবিটি? গতকাল (১১ জুন) বিকালে ছবিটি সেন্সর বোর্ডে জমা পড়ে। তবে ঈদের আগে এটি সেন্সরে দেখানো হবে কিনা তা নিশ্চিত করতে পারছেন না বোর্ডের সঙ্গে সংশ্লিষ্টরা।

সেন্সর বোর্ডের একজন নাম প্রকাশ না করার শর্তে দ্য ডেইলি স্টার অনলাইনকে জানিয়েছেন, “আসন্ন ঈদে ‘সুপার হিরো’ মুক্তি পাওয়ার কোনো সম্ভাবনা নেই। কেননা, এই বিষয়ে আদালতে একটি শুনানি হবে, যার তারিখ নির্ধারণ করা হয়েছে ঈদের পর।”

সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান আজিজুর রহমান ডেইলি স্টার অনলাইনকে বলেন, “এখন পর্যন্ত ছবিটি সেন্সরে প্রদর্শিত হয়নি। কবে প্রদর্শিত হবে সেই সিদ্ধান্ত এখনো নেওয়া হয়নি।”

ঈদের আগে ছবিটির সেন্সর হওয়ার সম্ভাবনা রয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “এখনো তেমন কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।” কোনো আইনি জটিলতা আছে কিনা সে বিষয়ে স্পষ্ট কিছু বলতে পারেননি বোর্ডের ভাইস চেয়ারম্যান।

‘সুপার হিরো’-র বিরুদ্ধে অভিযোগ- বিদেশে ছবিটির শুটিং করতে যাওয়ার আগে কোনো প্রকার অনুমতি নেওয়া হয়নি। তাই নিপা এন্টারপ্রাইজ নামে একটি প্রযোজনা প্রতিষ্ঠান তথ্যমন্ত্রণালয়কে বিষয়টি অবহিত করে। একই সাথে ঢাকাই চলচ্চিত্রের স্বার্থে ছবিটিকে সেন্সর প্রদান না করার অনুরোধও করা হয়।

ছবিটির প্রযোজক তাপসী ফারুক শুটিং পরবর্তী সময়ে বিষয়টির অনুমতি প্রদানের জন্য গত ১৫ মে আবেদন করেন তথ্য মন্ত্রণালয়ে। একই সাথে বিষয়টি সরকারকে অবগত না করায় দুঃখ প্রকাশ করেন তিনি।

উল্লেখ্য, আশিকুর রহমান পরিচালিত ‘সুপারহিরো’ ছবিতে অভিনয় করেছেন শাকিব খান, বুবলী প্রমুখ।

Comments

The Daily Star  | English
bad loans rise in Bangladesh 2025

Bad loans hit record Tk 420,335 crore

It rose 131% year-on-year as of March of 2025

9h ago