ফাইভজি-র পরীক্ষা শুরু জুলাইয়ে

দেশে পঞ্চম প্রজন্মের (ফাইভজি) মোবাইল ডাটা সার্ভিসের পরীক্ষামূলক সম্প্রচার শুরু হতে যাচ্ছে আগামী জুলাইয়ে- এমনটি জানিয়েছেন ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তফা জব্বার।
5g logo

দেশে পঞ্চম প্রজন্মের (ফাইভজি) মোবাইল ডাটা সার্ভিসের পরীক্ষামূলক সম্প্রচার শুরু হতে যাচ্ছে আগামী জুলাইয়ে- এমনটি জানিয়েছেন ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তফা জব্বার।

দ্য ডেইলি স্টারকে তিনি বলেন, “আমরা এখনো তারিখটি ঠিক করিনি। তবে প্রাথমিকভাবে সিদ্ধান্ত নিয়েছি আগামী মাসের দ্বিতীয় সপ্তাহে ফাইভজি-র পরীক্ষামূলক সম্প্রচার শুরু করবো।”

আন্তর্জাতিক টেলিকম সংস্থা হুয়াওয়ের সহযোগিতায় সরকার এই পরীক্ষামূলক সম্প্রচার শুরু করবে- গতকাল (১২ জুন) এক বৈঠকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

ফোরজি-র সম্প্রচার তরঙ্গ নিলামে বিক্রির চারমাস পর ফাইভজি নিয়ে এমন সিদ্ধান্ত নেওয়া হলো। যদিও এখনো মোবাইল ফোন অপারেটররা ফোরজি নেটওয়ার্ক পুরোপুরিভাবে চালু করতে পারেনি।

মন্ত্রী বলেন, “পৃথিবী ফাইভজি-র পথে দ্রুত এগিয়ে যাচ্ছে। আমরা আমাদের সময় নষ্ট করতে পারি না।”

পরিকল্পনা অনুযায়ী, আগামী জুলাইয়ে হুয়াওয়ের ব্যবস্থাপনায় নগরীর একটি হোটেলে আনুষ্ঠানিকভাবে ফাইভজি-র পরীক্ষামূলক সম্প্রচার শুরু করা হবে। তবে তরঙ্গ এবং অন্যান্য প্রযুক্তিগত বিষয় এখনো ঠিক করা হয়নি।

উল্লেখ্য, বিভিন্ন প্রতিবেদন থেকে জানা যায়, দেশের প্রায় ৭০ ভাগ জায়গায় থ্রিজি নেটওয়ার্ক এবং কয়েকটি বড় বড় শহর এলাকায় সীমিত আকারে ফোরজি-র সংযোগ দেওয়া হয়েছে।

Comments

The Daily Star  | English

Mobilise collective strength to prevent genocide: PM urges world

The PM this on the eve of the International Day of Commemoration and Dignity of the Victims of the Crime of Genocide and of the Prevention of this Crime and the 75th anniversary of the Convention on the Prevention and Punishment of the Crime of Genocide

26m ago