বিশ্বকাপের দলগুলোর ‘ডাক নাম’

worldcup

আর মাত্র একদিন। এরপরই পর্দা উঠছে রাশিয়া বিশ্বকাপের। প্রথম দিনে স্বাগতিক রাশিয়ার মুখোমুখি হচ্ছে সৌদি আরব। তবে অনেক এর আগে থেকেই বিশ্বকাপের রোমাঞ্চ ছড়িয়ে পড়েছে ফুটবল ভক্ত-সমর্থকদের মধ্যে। প্রিয় দলগুলোকে আদর করে নানা নামে ডেকে থাকেন তারা। চলুন জেনে নেওয়া যাক আদর করে কোন দলকে কি নামে ডাকেন ভক্ত-সমর্থকরা।

আর্জেন্টিনা : লা আলবিসেলেস্তে

অস্ট্রেলিয়া : দ্য সকারুস

বেলজিয়াম :  লেস ডিয়াবেলস রজেস

ব্রাজিল : সেলেকাও

কলোম্বিয়া : লস ক্যাফেতেরস

কোস্টারিকা : লস তিকোস

ক্রোয়েশিয়া : ভ্যাতরেনি

ডেনমার্ক : ড্যানিস ডাইনামাইট

মিশর : দ্য ফ্যারাওস

ইংল্যান্ড : দ্যা থ্রি লায়ন্স

ফ্রান্স : লেস ব্লুজ

জার্মানি : ডাই ম্যান্সকাফ্ট

আইসল্যান্ড : স্ট্রাকামির ওক্কার

ইরান : সিরানে পার্স

জাপান : সামুরাই ব্লু

দক্ষিণ কোরিয়া : এশিয়ান টাইগার্স

মেক্সিকো : এল ট্রাইকালার

মরক্কো : অ্যাটলাস লায়ন্স

নাইজেরিয়া : দ্যা সুপার ঈগলস

পানামা : মারিয়া রোজা

পেরু : লস ইনকাস

পোল্যান্ড : পোল্সকি অর্লি

পর্তুগাল : সেলেকাও দাস কুইনাস

রাশিয়া : স্বোরনাইয়া

সৌদি আরব : আল সোগার আল আখদার

সেনেগাল : লেস লায়ন্স দি লা তারাঙ্গা

সার্বিয়া : ওরলোভি

স্পেন : লা ফুরিয়া রোজা

সুইডেন : ব্লাগাল্ট

সুইজ্যারল্যান্ড : রোসোক্রোশিয়াতি

তিউনিশিয়া : লেস ইগাল্স দি কার্থেজ

উরুগুয়ে : লা সিলেস্তা

Comments

The Daily Star  | English
Khaleda Zia calls for unity

Institutionalise democracy, stay united

Urging people to remain united, BNP Chairperson Khaleda Zia has said the country must quickly seize the opportunity to institutionalise the democratic system.

1h ago