তবুও ফেভারিট স্পেন, বলছেন পাউলিনহো-এমবাপ্পে
বিশ্বকাপের ফেভারিট দলগুলোর মধ্যে একটি তারা। প্রতিটি পজিশনেই বিশ্বসেরা সব ফুটবলার নিয়ে দারুণ ভারসাম্যপূর্ণ দল স্পেনের। তবে বিশ্বকাপ শুরুর মাত্র এক দিন আগে কোচ বরখাস্তের ঘটনায় টালমাটাল হয়ে পড়েছে স্পেন শিবির। স্পেনের শিরোপা জয়ের সম্ভাবনা কমে যেতে পারে, এমনটাও বলছেন কেউ কেউ। তবে ব্রাজিলের পাউলিনহো ও ফ্রান্সের এমবাপ্পে বলছেন, স্পেন এখনো বিশ্বকাপের অন্যতম দাবিদার।
গত মৌসুমেই বার্সেলোনায় যোগ দেয়া ও বিশ্বকাপে ব্রাজিলের মিডফিল্ডে বড় ভরসা পাউলিনহো বলছেন, স্পেন এখনো ফেভারিটদের মধ্যে অন্যতম, ‘স্পেন আগেও ফেভারিট ছিল, এখনো ফেভারিটই আছে। তাদের দুর্দান্ত, বিশ্বমানের কিছু ফুটবলার আছে।’
‘তাদের কোচ বরখাস্ত হয়েছে, এ ব্যাপারে আমি কোন মন্তব্য করতে চাই না। অনেক কিছুই বলা হয়েছে, নতুন করে আমি আর কিছু বলতে চাইছি না। আমার মনোযোগ কেবল ব্রাজিলের দিকেই। তবে হ্যাঁ, স্পেন অবশ্যই ফেভারিট।’
পাউলিনহো একাই নন, স্পেনকে ফেভারিটের খাতা থেকে বাদ দিচ্ছেন না ফ্রান্সের উদীয়মান তারকা কিলিয়ান এমবাপ্পে। অনেকের চোখেই বর্তমান বিশ্বের সেরা উদীয়মান খেলোয়াড় এমবাপ্পের ধারণা, স্পেন এখনো বিশ্বকাপ জেতার মতো যথেষ্ট শক্তিশালী, ‘হতে পারে তাদের ডাগআউটে এখন নতুন কোচ দাঁড়াবেন, কিন্তু স্পেনের খেলোয়াড়েরা খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। মাঠে নিজেদের সর্বোচ্চটা দিয়ে জেতার ব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞ থাকবে তারা।’
আগামীকাল বাংলাদেশ সময় রাত বারোটায় সোচিতে বর্তমান ইউরো চ্যাম্পিয়ন পর্তুগালের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ২০১০ আসরের চ্যাম্পিয়ন স্পেন।
Comments