ভবিষ্যদ্বাণী: সৌদি আরব বনাম রাশিয়া
আর কয়েক ঘণ্টা পরেই শুরু হয়ে যাচ্ছে ফুটবল বিশ্বকাপের মহাযজ্ঞ। উদ্বোধনী ম্যাচে স্বাগতিক রাশিয়ার মুখোমুখি হচ্ছে সৌদি আরব। ম্যাচের ফলাফল কি হবে তা জানা যাবে ম্যাচ শেষে, তবে ম্যাচের আগেই ফলাফলের ভবিষ্যদ্বাণী নিয়ে হাজির আমরা।
ভবিষ্যদ্বাণী: রাশিয়া ১-০ সৌদি আরব
ইতিহাস বলছে, এখনো পর্যন্ত বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে হারেনি কোন স্বাগতিক দল। ৬ বারের জয়ের পাশাপাশি ৩ বার ড্র করেছে স্বাগতিকেরা। সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারে রাশিয়াও। যদিও সর্বশেষ ফিফা র্যাঙ্কিংয়ে রাশিয়ার চেয়ে তিন ধাপ এগিয়ে আছে সৌদি আরব, কিন্তু মস্কোর লুঝনিকি স্টেডিয়ামে ৮১ হাজার দর্শকের সামনে রাশিয়ার কাছ থেকে পয়েন্ট কেড়ে নেয়া কষ্টসাধ্যই হতে পারে হুয়ান অ্যান্টোনিও পিজ্জির দলের জন্য। যদিও দুদলের মুখোমুখি হওয়া একমাত্র ম্যাচে নিজেদের মাঠে রাশিয়াকে ৪-২ গোলে হারিয়েছিল সৌদি আরব।
এছাড়া বিশ্বকাপের ইতিহাসও সৌদি আরবের পক্ষে কথা বলছে না। বিশ্বকাপে সর্বশেষ ১০ ম্যাচে জয়ের মুখ দেখেনি সৌদি আরব, হেরেছি ৮ টিতেই। বিশ্বকাপে তাদের সর্বশেষ জয় ১৯৯৪ বিশ্বকাপের গ্রুপ পর্বে, বেলজিয়ামের বিপক্ষে। বিশ্বকাপে খেলা শেষ নয় ম্যাচের সাতটিতেই কোন গোল করতে পারেনি মধ্যপ্রাচ্যের দেশটি।
আমাদের ভবিষ্যদ্বাণী বলছে ১-০ গোলে জিতবে রাশিয়া।
Comments