সংখ্যায় সংখ্যায় মিশর-উরুগুয়ে ম্যাচ
একদিকে এডিনসন কাভানি-লুইস সুয়ারেজের বিধ্বংসী জুটি, আরেকদিকে সদ্য ইউরোপ মাতিয়ে আসা মোহামেদ সালাহ। ইয়েকেটারিনবার্গে উরুগুয়ে-মিশর লড়াইটা তাই জমজমাটই হওয়ার কথা। ‘এ’ গ্রুপের হিসাব নিকাশ মেলাতে এই ম্যাচ হয়ে উঠতে পারে ভীষণ গুরুত্বপূর্ণ। ম্যাচের আগে তাই দেখে নেয়া যাক পরিসংখ্যান কি বলছে।

একদিকে এডিনসন কাভানি-লুইস সুয়ারেজের বিধ্বংসী জুটি, আরেকদিকে সদ্য ইউরোপ মাতিয়ে আসা মোহামেদ সালাহ। ইয়েকেটারিনবার্গে উরুগুয়ে-মিশর লড়াইটা তাই জমজমাটই হওয়ার কথা। ‘এ’ গ্রুপের হিসাব নিকাশ মেলাতে এই ম্যাচ হয়ে উঠতে পারে ভীষণ গুরুত্বপূর্ণ। ম্যাচের আগে তাই দেখে নেয়া যাক পরিসংখ্যান কি বলছে।
হেড টু হেড:
- এখনো পর্যন্ত একবার মুখোমুখি হয়েছে দুই দল। ২০০৬ সালের আগস্টে মিশরের মাটিতে গিয়ে স্বাগতিকদের ২-০ তে হারিয়ে এসেছিল উরুগুয়ে।
- বিশ্বকাপে আফ্রিকান প্রতিপক্ষের কাছে কখনো হারেনি উরুগুয়ে। তিন ম্যাচ খেলেছে জিতেছে একটিতে, আর ড্র করেছে দুইটি ম্যাচ। অপরদিকে এটিই হতে যাচ্ছে বিশ্বকাপে কোন ল্যাটিন দলের বিপক্ষে মিশরের প্রথম ম্যাচ।
মিশর:
- বিশ্বকাপের মূল পর্বে এখনো কোন ম্যাচ জিততে পারেনি মিশর। চার ম্যাচ খেলে ড্র করেছে দুইটি, আর হেরেছে দুটিতে।
- সব মিলিয়ে এটি মিশরের ৩য় বিশ্বকাপ, ১৯৯০ সালের পর প্রথম। বিশ্বকাপে নিজেদের সর্বশেষ ম্যাচে ইংল্যান্ডের কাছে ১-০ তে হেরেছিল ফারাওরা।
- প্রধান কোচ হিসেবে বিশ্বকাপে অভিষেক হতে যাচ্ছে মিশর কোচ হেক্টর কুপারের। এর আগে তার অধীনে ২০১৭ সালের আফ্রিকান নেশন্স কাপের ফাইনালে খেলেছিল মিশর। যদিও ফাইনালে ক্যামেরুনের কাছে হেরেছিলেন ২-১ গোলে।
- গোলকিপার ও অধিনায়ক এশাম এল হাদারি আজই হয়ে যেতে পারেন বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে বেশি বয়সী খেলোয়াড় (৪৫ বছর ১৫১ দিন)।
- বিশ্বকাপে নিজের প্রথম ম্যাচের দিন ২৬ তম জন্মদিন উদযাপন করবেন মোহামেদ সালাহ।
উরুগুয়ে:
- দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ে গত ছয় আসরে মাত্র একবার শেষ ষোলো পার হতে পেরেছে। ডিয়েগো ফোরলানের নৈপুণ্যে ২০১০ আসরে চতুর্থ হয়েছিল দলটি।
- বিশ্বকাপের গ্রুপ পর্বে সবশেষ ৮ ম্যাচের মাত্র ১ টিতেই হেরেছে উরুগুয়ে। জিতেছে ৪ টি, আর ড্র করেছে ৩ টি।
- তবে মুদ্রার উল্টো পিঠও আছে। গত ছয়টি বিশ্বকাপ আসরে নিজেদের প্রথম ম্যাচ জিততে পারেনি উরুগুয়ে। হেরেছে ৩ টি, ড্রও করেছে ৩ টি।
- প্রধান কোচ হিসেবে এটি অস্কার তাবারেজের চতুর্থ বিশ্বকাপ। এর আগে ১৯৯০, ২০১০ ও ২০১৪ আসরে প্রধান কোচ হিসেবে বিশ্বকাপে ছিলেন তিনি।
Comments