সংখ্যায় সংখ্যায় মিশর-উরুগুয়ে ম্যাচ

একদিকে এডিনসন কাভানি-লুইস সুয়ারেজের বিধ্বংসী জুটি, আরেকদিকে সদ্য ইউরোপ মাতিয়ে আসা মোহামেদ সালাহ। ইয়েকেটারিনবার্গে উরুগুয়ে-মিশর লড়াইটা তাই জমজমাটই হওয়ার কথা। ‘এ’ গ্রুপের হিসাব নিকাশ মেলাতে এই ম্যাচ হয়ে উঠতে পারে ভীষণ গুরুত্বপূর্ণ। ম্যাচের আগে তাই দেখে নেয়া যাক পরিসংখ্যান কি বলছে।
EGY-URY-PREVIEW

একদিকে এডিনসন কাভানি-লুইস সুয়ারেজের বিধ্বংসী জুটি, আরেকদিকে সদ্য ইউরোপ মাতিয়ে আসা মোহামেদ সালাহ। ইয়েকেটারিনবার্গে উরুগুয়ে-মিশর লড়াইটা তাই জমজমাটই হওয়ার কথা। ‘এ’ গ্রুপের হিসাব নিকাশ মেলাতে এই ম্যাচ হয়ে উঠতে পারে ভীষণ গুরুত্বপূর্ণ। ম্যাচের আগে তাই দেখে নেয়া যাক পরিসংখ্যান কি বলছে।

হেড টু হেড:

  • এখনো পর্যন্ত একবার মুখোমুখি হয়েছে দুই দল। ২০০৬ সালের আগস্টে মিশরের মাটিতে গিয়ে স্বাগতিকদের ২-০ তে হারিয়ে এসেছিল উরুগুয়ে।
  • বিশ্বকাপে আফ্রিকান প্রতিপক্ষের কাছে কখনো হারেনি উরুগুয়ে। তিন ম্যাচ খেলেছে জিতেছে একটিতে, আর ড্র করেছে দুইটি ম্যাচ। অপরদিকে এটিই হতে যাচ্ছে বিশ্বকাপে কোন ল্যাটিন দলের বিপক্ষে মিশরের প্রথম ম্যাচ।

মিশর:

  • বিশ্বকাপের মূল পর্বে এখনো কোন ম্যাচ জিততে পারেনি মিশর। চার ম্যাচ খেলে ড্র করেছে দুইটি, আর হেরেছে দুটিতে।
  • সব মিলিয়ে এটি মিশরের ৩য় বিশ্বকাপ, ১৯৯০ সালের পর প্রথম। বিশ্বকাপে নিজেদের সর্বশেষ ম্যাচে ইংল্যান্ডের কাছে ১-০ তে হেরেছিল ফারাওরা।
  • প্রধান কোচ হিসেবে বিশ্বকাপে অভিষেক হতে যাচ্ছে মিশর কোচ হেক্টর কুপারের। এর আগে তার অধীনে ২০১৭ সালের আফ্রিকান নেশন্স কাপের ফাইনালে খেলেছিল মিশর। যদিও ফাইনালে ক্যামেরুনের কাছে হেরেছিলেন ২-১ গোলে।
  • গোলকিপার ও অধিনায়ক এশাম এল হাদারি আজই হয়ে যেতে পারেন বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে বেশি বয়সী খেলোয়াড় (৪৫ বছর ১৫১ দিন)।
  • বিশ্বকাপে নিজের প্রথম ম্যাচের দিন ২৬ তম জন্মদিন উদযাপন করবেন মোহামেদ সালাহ।

উরুগুয়ে:

  • দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ে গত ছয় আসরে মাত্র একবার শেষ ষোলো পার হতে পেরেছে। ডিয়েগো ফোরলানের নৈপুণ্যে ২০১০ আসরে চতুর্থ হয়েছিল দলটি।
  • বিশ্বকাপের গ্রুপ পর্বে সবশেষ ৮ ম্যাচের মাত্র ১ টিতেই হেরেছে উরুগুয়ে। জিতেছে ৪ টি, আর ড্র করেছে ৩ টি।
  • তবে মুদ্রার উল্টো পিঠও আছে। গত ছয়টি বিশ্বকাপ আসরে নিজেদের প্রথম ম্যাচ জিততে পারেনি উরুগুয়ে। হেরেছে  ৩ টি, ড্রও করেছে ৩ টি।
  • প্রধান কোচ হিসেবে এটি অস্কার তাবারেজের চতুর্থ বিশ্বকাপ। এর আগে ১৯৯০, ২০১০ ও ২০১৪ আসরে প্রধান কোচ হিসেবে বিশ্বকাপে ছিলেন তিনি।

 

Comments

The Daily Star  | English
Electricity price hike

40MW electricity import from Nepal gets govt nod

The government approved the purchase of 40 megawatts of electricity from Nepal using the power grid of India.

1h ago