কোচ বরখাস্তের ঘটনা স্পেনের উপর প্রভাব ফেলবে না: পর্তুগাল কোচ
‘বি’ গ্রুপ তো বটেই, প্রথম পর্বের অন্যতম আকর্ষণীয় ম্যাচ এটি। নামের ভার তো রয়েছেই, পাশাপাশি ফুটবলের সৌন্দর্যের দিক থেকেও সবার মধ্যে আগ্রহ জাগানিয়া ম্যাচ এটি। অথচ ম্যাচের একদিন আগেও ম্যাচ নিয়ে কোন আলোচনা নেই! সবার মনোযোগ যেন এখনো হুলেন লোপেতেগির বরখাস্তের দিকেই।
স্পেন অধিনায়ক সার্জিও রামোস জানিয়েছেন, এই ঘটনায় তাদের দলে বিন্দুমাত্র প্রভাব পড়বে না। এবার তার সুরেই কথা বললেন পর্তুগীজ কোচ ফার্নান্দো সান্তোসও। ম্যাচের আগে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে বলেছেন, এই ঘটনায় স্পেনের উপর কোন প্রভাব পড়বে না।
সোচির ফিশট স্টেডিয়ামে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পর্তুগাল কোচ বলেছেন, ‘গত ১০ বছর ধরে একই ধারার ফুটবল খেলে আসছে স্পেন। আমার মনে হয় না তাদের খেলার ধারায় তেমন কোন চমক থাকবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো দল কিভাবে খেলছে সেটা। আর ওরা এটা ভালোই পারে।’
‘স্পেন দুর্দান্ত প্রতিপক্ষ। বিগত কয়েক বছর ধরে তাদের খেলার যে স্টাইল, সেটাতেই তারা অভ্যস্ত। আমার মনে হয় না সেই স্টাইল খুব বেশি পাল্টাবে ওরা।’
স্পেনের নতুন কোচ ফার্নান্দো হিয়েরোকে আগে থেকেই চেনেন সান্তোস। অন্য সময় হলে হয়তো বন্ধুর জন্য শুভকামনা জানাতেন, কিন্তু বন্ধুর অভিষেক যে নিজ দলের বিপক্ষে! সান্তোস তাই বেছে নিলেন পেশাদারিত্বের পথই, ‘আগামীকাল দুটি দুর্দান্ত দলের প্রথম ম্যাচ। দুই দলেই এক ঝাঁক অসাধারণ খেলোয়াড় আছে। আমি তাদেরকে শুভকামনা জানাচ্ছি না, তবে আশা করছি তাদের যেন একটা ভালো টুর্নামেন্ট কাটে।’
Comments