বিশ্বকাপে নেমেই রোনালদোর রেকর্ড
রাশিয়া বিশ্বকাপে নেমেই নতুন এক রেকর্ডে নাম খেলালেন ক্রিস্তিয়ানো রোনালদো। প্রথম পর্তুগিজ ফুটবলার হিসেবে আলাদা চার বিশ্বকাপ গোল করার কৃতিত্ব অর্জন করেছেন তিনি। চার বিশ্বকাপে গোল করা ইতিহাসের চতুর্থ খেলোয়াড়ও হয়েছেন রোনালদো। রেকর্ড গড়া ম্যাচে হ্যাটট্রিকও করেছেন এই পর্তুগিজ ফরোয়ার্ড।
স্পেনের বিপক্ষে প্রথম ম্যাচের শুরুতেই পেনাল্টি থেকে গোল করেন পর্তুগিজ অধিনায়ক। তিন মিনিটের সময় বাঁদিক থেকে বল দিয়ে বিপদজনকভাবে বক্সে ঢুকে পড়েছিলেন রোনালদো। তাকে আটকাতে ফাউল করে বসেন নাচো। রেফারির পেনাল্টির বাঁশি বাজতে সময় লাগেনি। ডেভিড ডি গিয়াকে সহজেই ফাঁকি দিয়ে গোল করেন রোনালদো। এই গোলের মধ্য দিয়েই ইতিহাসে নাম উঠে যায় এই পর্তুগিজের। পরে করেছেন আরও দুই গোল।
বারবার মোড় ঘুরতে যাওয়া ম্যাচ স্পেনের সঙ্গে পর্তুগাল ড্র করেছে ৩-৩ গোলে। ম্যাচের ৪৪ মিনিটে রোনালদোর বা পায়ের শট গোলরক্ষককের দুর্বল চেষ্টায় জালে জড়ায়। তবে শেষ গোলটি অনেকদিন মনে রাখার মতো। ৯০ মিনিট হতে তখন মিনিট দুয়েক বাকি, ডি-বক্সের সামান্য বাইরে থেকে পাওয়া ফ্রি-কিক অসাধারণ দক্ষতায় জালে পাঠান রোনালদো। করে ফেলেন এবারের আসরের প্রথম হ্যাটট্রিক।
এর আগে ২০০৬, ২০১০ ও ২০১৪ সালে তিনটি বিশ্বকাপ খেলে ৩ গোল করেছিলেন রোনালদো। এই নিয়ে বিশ্বকাপে রোনালদোর গোল সংখ্যা ৬। এর আগে ইউরো ও বিশ্বকাপ মিলিয়ে টানা সাতটি আন্তর্জাতিক টুর্নামেন্টে গোল করার রেকর্ড ছিল রোনালদো। এবার সেই রেকর্ড নিয়ে গেছেন আটে।
Comments