‘বয়স যত বাড়ছে, রোনালদো তত দুর্দান্ত হচ্ছে’
তাঁকে কেন গোলস্কোরিং মেশিন বলা হয়, তার প্রমাণ গতকাল রাতে আরও একবার দিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। নিজের ক্যারিয়ারের ও বিশ্বকাপ ইতিহাসের ৫১ তম হ্যাটট্রিক করে ‘বি’ গ্রুপের গুরুত্বপূর্ণ ম্যাচে পর্তুগালকে এক পয়েন্ট এনে দিয়েছেন পর্তুগীজ সুপারস্টার। আর দুর্দান্ত এই হ্যাটট্রিকের পর রোনালদোকে প্রশংসায় ভাসিয়েছেন সতীর্থ বার্নার্দো সিলভা।
বিশ্বকাপে রোনালদোর অতীত পারফরম্যান্স খুব একটা ভালো ছিল না। আগের তিন বিশ্বকাপ মিলিয়ে করেছিলেন তিন গোল। আর গতকাল এক ম্যাচেই করেছেন তিন গোল! সিলভা অবশ্য এতে মোটেও অবাক হননি। চিরতরুণ এই তারকার সামর্থ্য সম্পর্কে যে ভালোই অবগত তিনি!
অধিনায়কের এমন অসাধারণ পারফরম্যান্স সম্পর্কে সাংবাদিকদের উদ্দেশ্যে ম্যানচেস্টার সিটি মিডফিল্ডার বলেছেন, ‘আমার মনে হয় সে এসবের সাথে অভ্যস্ত। এই ধরনের পারফরম্যান্স, এই ধরনের রাত তাঁর জন্য নতুন কিছু নয়। আরও একবার সে দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিয়েছে। রোনালদোই আমাদের এক পয়েন্ট এনে দিয়েছে।’
‘পর্তুগাল, রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে এ ধরনের রাত উদযাপন করে অভ্যস্ত সে। গত ১০ বছর ধরে রোনালদোকে খেলতে দেখা এক অসাধারণ অনুভূতি। তাঁর মতো একজন খেলোয়াড়কে নিজেদের দলে পাওয়া অবশ্যই বিশেষ কিছু। আমাদের তাঁর খেলা উপভোগ করতে হবে, সে যেন আরও বেশি বেশি গোল করতে পারে, সেই পরিস্থিতি তৈরি করতে হবে আমাদের।’
‘বয়স যত বাড়ছে, রোনালদো তত দুর্দান্ত হচ্ছে। সবাই ভেবেছিল বয়স বাড়ার সাথে সাথে ওর পারফরম্যান্সে অবনতি আসবে। কিন্তু দিন দিন ও আরও ভয়ংকর হচ্ছে। আমি আশা করব বাকি ম্যাচগুলোতেও সে এই ফর্ম ধরে রাখতে পারবে।’
বিশ্বসেরা খেলোয়াড়ের পাশে খেলা কোন বাড়তি চাপের বিষয় কি না, এমন প্রশ্নের জবাবে সিলভা বলেন, ‘রোনালদোর পাশে খেলা মোটেও কোন কঠিন বিষয় নয়। এটা বেশ সহজ। আপনি শুধু তাঁকে বল পৌঁছে দেবেন, বাকি কাজ সে নিজ দায়িত্বে করে দেবে। রোনালদোর পাশে খেলাটা আমরা সবাই উপভোগ করি।’
ক্রিশ্চিয়ানো রোনালদোর দারুণ হ্যাটট্রিকে ফেভারিট স্পেনের সাথে ৩-৩ গোলে ড্র করে নিজেদের বিশ্বকাপ অভিযান শুরু করেছে বর্তমান ইউরো চ্যাম্পিয়নরা।
Comments