ভিএআরের প্রথম সুফল পেল ফ্রান্স
প্রযুক্তির দিক থেকে এবারের বিশ্বকাপ ছাপিয়ে গেছে আগের সবগুলো আসর। গেল আসরের মতো গোল লাইন টেকনোলজি তো আছেই এবার নতুন করে যুক্ত হয়েছে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি। আর তাতে প্রথম সুবিধা ভোগ করেছে ফ্রান্স।
শনিবার বিকেলে কাজানে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম গোলের সময় এই সুবিধা পায় ফ্রান্স। ম্যাচের ৫৩ মিনিটে আঁতোয়ান গ্রিজম্যানকে বক্সের মধ্যে ফেলে দেন অস্ট্রেলিয়ার ডিফেন্ডার রিডসন। তবে রেফারির চোখ এড়িয়ে যায় তা।
ফরসিদের আবেদনের পর ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির সহায়তায় সিদ্ধান্ত পরিবর্তন করেন মাঠের রেফারি। তাতে পেনাল্টি পায় ফ্রান্স। কার্ড দেখেন রিডসন।
৫৯ মিনিটে ওই পেনাল্টি থেকেই গোল করে গ্রিজম্যান দলকে এগিয়ে নেন। ৮০ মিনিটে পল পগবার দ্বিতীয় গোলেও আছে প্রযুক্তির সহায়তা। ডি-বক্সের অনেকটা বাইরে থেকে নেওয়া শট গোল লাইন পেরিয়েছে কিনা সে রায় দেয় গোল লাইন টেকনোলজি।
আরও জেনে নিন- বিশ্বকাপে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি: খুঁটিনাটি যত তথ্য
মূলত চার ধরনের সিদ্ধান্তের জন্য ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির সহায়তা নিতে পারবেন মূল রেফারি- গোল কিংবা গোলের বিল্ড আপে কোন ধরনের অবৈধ ফাউল, পেনাল্টির সিদ্ধান্ত, লাল কার্ড এবং মিসটেকেন আইডেন্টিটি বা ভুল করে নির্দোষ খেলোয়াড়কে কার্ড দেখিয়ে দেয়া। প্রতি ম্যাচেই ভিএআর হিসেবে তিন সদস্যের একটি দল কাজ করছে, যারা ভিডিও রিপ্লে দেখে মাঠের রেফারির কোন সিদ্ধান্ত ভুল মনে হলে সেটিকে সংশোধন করার জন্য একত্রে কাজ করছেন।
Comments