পুরো পয়েন্ট নিয়ে আর্জেন্টিনার উপরে ক্রোয়েশিয়া
গ্রুপ –ডি তে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেয়ে শুরু করেছে আর্জেন্টিনা। সে সুবিধা নিয়ে প্রত্যাশিত জয়ে টেবিলের এক নম্বরে উঠে গেছে ক্রোয়েশিয়া।
শনিবার শেষ ম্যাচে কালিনিনগ্রাদে নাইজেরিয়াকে ২-০ গোলে হারায় লুকা মদ্রিচরা। প্রথমার্ধে পাওয়া আত্মঘাতী গোলের পর দ্বিতীয়ার্ধে পেনাল্টি থেকে গোল পান মদ্রিচ।
খেলার শুরু থেকেই বলের দখল রেখেছিল ক্রোয়েটরা। প্রতি আক্রমণে তৎপর নাইজেরিয়াও ক্রোয়েট রক্ষণে ছড়িয়েছে ভীতি। গোল আসে ৩২ মিনিটে। কর্নার থেকে মারিও মানজুকিচের নিচু হেড ঠেকাতে গিয়ে উল্টো জালে ঢুকিয়ে দেন ডিফেন্ডার ওহেনকারো এটাবো। পরের গোলের উৎসেও ভূমিকা মানজুকিচের।
৬৯ মিনিটে বক্সের ভেতর মানজুকিচকে ফেলে দেন উইলিয়াম ট্রোস্ট। রেফারের দেওয়া পেনাল্টি মাথা ঠাণ্ডা করে জালে জড়ান মদ্রিচ।
বাকিটা সময় ব্যবধান কমানোর চেষ্টা আক্রমণ শানিয়েছে আফ্রিকার সুপার ঈগলরা। তবে কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি।
গ্রুপ ডি তে সবগুলো দল এক ম্যাচ করে খেলার পর ক্রোয়েশিয়া আছে সবার উপরে। শেষ ষোলতে যাওয়ার হিসাব নিকাশের ম্যাচে ২১ জুন আর্জেন্টিনা খেলবে এই ক্রোয়েশিয়ার বিপক্ষে।
Comments