'প্রথম ম্যাচের জন্য সম্পূর্ণ ফিট নন নেইমার'

Neymar
পুরো ফিট না হলেও সুইজারল্যান্ডের বিপক্ষে শুরু থেকেই নামবেন নেইমার। ছবি: রয়টার্স

সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে আজ ষষ্ঠ বিশ্বকাপ জয়ের লক্ষ্যে মাঠে নামতে যাচ্ছে এবারের আসরের অন্যতম ফেভারিট ব্রাজিল। তবে তার আগে ব্রাজিল কোচ তিতে বলছেন, প্রথম ম্যাচের আগে সম্পূর্ণ ফিট নন দলের সেরা তারকা নেইমার।

তবে নেইমারের খেলা নিয়ে কোন সংশয় দেখছেন না ব্রাজিল কোচ। তিতের বিশ্বাস, এই তারকা ফরোয়ার্ড  ম্যাচ খেলার মতো যথেষ্ট ভালো অবস্থায় রয়েছেন। রোস্তভে তাই ম্যাচের শুরু থেকেই মাঠে নামবেন নেইমার।

ব্রাজিল কোচের বরাত দিয়ে ফিফার অফিশিয়াল ওয়েবসাইট বলেছে, ‘নেইমার এখনো শতভাগ ফিট নয়। তবে ম্যাচ খেলার মতো অবস্থায় আছে ও।’

‘অনুশীলনে স্প্রিন্টের সময় যে গতি দেখিয়েছে ও, তা বেশ আশাদায়ক। তবে পুনর্বাসন প্রক্রিয়া নিয়ে ওর আরও কিছু কাজ করা বাকি এখনো।’

গত ফেব্রুয়ারিতে ইনজুরিতে পড়ার পর থেকেই মাঠের বাইরে ছিলেন ২৬ বছর বয়সী এই ফুটবলার। সম্প্রতি ক্রোয়েশিয়া ও অস্ট্রিয়ার বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলেছেন, গোলও করেছেন দুই ম্যাচেই। তবে ইনজুরির ধকল এখনো পুরোপুরিভাবে কাটিয়ে উঠতে পারেননি। তিতে তাই নেইমারকে নিয়ে একটু সতর্ক অবস্থায়ই থাকছেন। বলেছেন, নেইমার দ্রুত সুস্থ হয়ে উঠলেও তাঁকে নিয়ে সতর্ক থাকতে হবে।

বাছাইপর্বের মাঝামাঝি অবস্থায় তিতে দায়িত্ব নেয়ার পর থেকেই পাল্টে গেছে ব্রাজিলের চেহারা। ১৮ ম্যাচের ১২ টিতে জিতে লাতিন অঞ্চলের বাছাইপর্ব শেষ করেছে সবার উপরে থেকে, দলও আছে বেশ ভালো অবস্থায়। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, দল আর এখন কোন একক খেলোয়াড়ের উপর নির্ভরশীল নয়। ব্রাজিলকে তাই আগেভাগেই ফেভারিটের তকমা লাগিয়ে দিয়েছেন অনেকে।

তিতে নিজেও তাঁর দলের ধারাবাহিক উন্নতি নিয়ে সন্তুষ্ট। সাথে এটাও মানছেন, তাঁর দল যে পারফরম্যান্স দেখিয়ে বিশ্বকাপে এসেছে, তাতে সমর্থকদের প্রত্যাশার পারদ উঁচুতে চড়ে যাওয়াটা অস্বাভাবিক কিছু নয়, ‘আমরা যেভাবে উন্নতি করেছি, তাতে সবার প্রত্যাশার মাত্রা বাড়বে, এটা অস্বাভাবিক কিছু নয়। এখনো পর্যন্ত পারফরম্যান্সের যে লেভেল আমরা দেখিয়েছি, তাতে আমি খুশি। আমি আশাবাদী, প্রত্যাশার এই চাপ মাথায় নিয়েই আমরা কাঙ্ক্ষিত ফলাফল আনতে পারব।’

Comments

The Daily Star  | English

JP central office vandalised, set ablaze

A group of unidentified people set fire to the central office of Jatiyo Party in Dhaka's Kakrail area this evening

1h ago