সংখ্যায় সংখ্যায় ব্রাজিল-সুইজারল্যান্ড ম্যাচ

Brazil
সুইজারল্যান্ডের বিপক্ষে নামার আগে শিষ্যদের সঙ্গে রণকৌশল আঁটছেন কোচ তিতে। ছবি: রয়টার্স

আর্জেন্টিনা, স্পেন, পর্তুগালদের মতো বড় দলের মাঠে নামা হয়ে গেছে। আজ রাতে মাঠে নামছে আরেক বড় দল ও এবারের বিশ্বকাপের অন্যতম ফেভারিট ব্রাজিল। বাংলাদেশ সময় রাত বারোটায় রোস্তভে সুইজারল্যান্ডের মুখোমুখি হচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন দলটি। তার আগে দেখে নেয়া যাক পরিসংখ্যান কী বলছে।

হেড টু হেড:

১) বিশ্বকাপে এর আগে মাত্র একবারই মুখোমুখি হয়েছিল দুই দল। ১৯৫০ বিশ্বকাপে ঘরের মাঠে অবশ্য সুইসদের হারাতে পারেনি সেলেসাওরা, ম্যাচ ড্র হয়েছিল ২-২ গোলে।

২) সব মিলিয়ে ব্রাজিল-সুইজারল্যান্ড মুখোমুখি হয়েছে মোট ৮ বার, এর মধ্যে মাত্র তিনবার সুইসদের হারাতে পেরেছে ব্রাজিল। হেরেছে দুই ম্যাচ, আর বাকি তিন ম্যাচ ড্র হয়েছে। গোল ব্যবধানও খুব একটা বেশি নয়। ১০ গোল করার পাশাপাশি ৮ গোল হজমও করতে হয়েছে ব্রাজিলকে।

ব্রাজিল:

১) বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের শেষ ১২ ম্যাচে অপরাজিত ব্রাজিল, যার মধ্যে জিতেছে ১০ টিতেই। গ্রুপ পর্বের ম্যাচে ব্রাজিল শেষ হেরেছিল সেই ১৯৯৮ বিশ্বকাপে, নরওয়ের কাছে।

২) ১৯৮২ বিশ্বকাপের পর থেকে প্রতিটি আসরেই নিজেদের গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয়ে পরের পর্বে উঠেছে ব্রাজিল। ব্রাজিল গ্রুপ পর্ব পার হতে পারেনি, সর্বশেষ এমন হয়েছিল ১৯৬৬ বিশ্বকাপে।

৩) গত ১৮ টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে হারেনি ব্রাজিল। জিতেছে ১৬ টিতেই, আর বাকি দুইটি ড্র। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে হেরেছে, সর্বশেষ এমনটা হয়েছিল ১৯৩৮ বিশ্বকাপে। স্পেনের কাছে ৩-১ গোলে হেরে সেবার বিশ্বকাপ শুরু করেছিল তারা।

৪) গত বিশ্বকাপে ব্রাজিলের ১১ গোলের ৫ টিতেই জড়িয়ে ছিল নেইমারের নাম ( ৪ গোল, ১ অ্যাসিস্ট)। বিশ্বকাপের বাছাইপর্বে লাতিন অঞ্চলেও মোট ১৪ গোলে জড়িত ছিল নেইমারের নাম, যা অন্য যেকোনো দলের যেকোনো খেলোয়াড়ের চেয়ে বেশি (৬ গোল, ৮ অ্যাসিস্ট)।

সুইজারল্যান্ড:

১) গত চার বিশ্বকাপের কোনটিতেই নিজেদের প্রথম ম্যাচে হারেনি সুইসরা। ২০১০ আসরে স্পেন ও গত আসরে ইকুয়েডরকে হারিয়ে শুরু হয়েছিল তাদের বিশ্বকাপ।

২) এই নিয়ে টানা চারটি বিশ্বকাপের মূল পর্বে অংশ নিচ্ছে সুইজারল্যান্ড, যা তাদের ইতিহাসে সর্বোচ্চ। এর আগে ১৯৩৪ থেকে ১৯৫৪ এই চারটি বিশ্বকাপেও টানা খেলেছিল দলটি।

৩) বিশ্বকাপে কেবল একবারই গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরের পর্বে যেতে পেরেছে সুইজারল্যান্ড, ২০০৬ আসরে। ওই বিশ্বকাপে একমাত্র দল হিসেবে কোন গোল হজম করেনি সুইসরা।

 

Comments

The Daily Star  | English
Nat’l election likely between January 6, 9

EC suspends registration of AL

The decision was taken at a meeting held at the EC secretariat

10h ago