ভবিষ্যদ্বাণী: ব্রাজিল বনাম সুইজারল্যান্ড

ব্রাজিলের মতো সোনায় মোড়ানো সাফল্য আর আছে কার? পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়ন। একমাত্র দল হিসেবে খেলেছে প্রতিটি বিশ্বকাপ। এবারের বিশ্বকাপেও দলে আছে এক ঝাঁক তারকা। তাই বিশ্বকাপের মঞ্চে এবারও দারুণ কিছু করতে পারে বরাবরের ফেভারিট দলটি। বড় কোন অঘটন না ঘটলে মাঝারী শক্তির দল সুইজারল্যান্ডের বিপক্ষে জয় পাওয়ারই কথা তিতের দলের।

ম্যাচের ফলাফল কি হবে তা জানা যাবে ম্যাচ শেষে, তবে তার আগেই ফলাফলের ভবিষ্যদ্বাণী নিয়ে হাজির আমরা। পাশাপাশি দুই দলের সম্ভাব্য একাদশ, কৌশলও তুলে ধরা হলো-

কখন ?

বাংলাদেশ সময় রাত ১২টা, রোববার, ১৭ জুন

কোথায় ?

রোস্তভ অ্যারেনা, রোস্তভ-অন-ডন

নজরে থাকবেন যারা?

অনেক দিন থেকেই দলের মূল শক্তি নেইমার। গত ফেব্রুয়ারিতে ইনজুরিতে পরার পর খেলেছেন শেষ দুটি প্রস্তুতি ম্যাচ। সুইসদের বিপক্ষে অবশ্য প্রথম একাদশে নাও থাকতে পারেন। কিন্তু তারপরও সামান্য সময়েই একাই বদলে দিতে পারেন ম্যাচের রঙ। এছাড়া ম্যানসিটি তারকা জেসুসও থাকবেন নজরে।

স্ট্রাইকিংয়ে বড় দুর্বলতা সুইজারল্যান্ডের। দুই উইংই দলের মূল ভরসা। জেরদান শাকিরির সঙ্গে হারিস সেফেরোভিচের জুটির উপর চেয়ে থাকবে দলটি। পাশাপাশি দুই ফুলব্যাক লিখটস্টেইনার ও রদ্রিগেজও ম্যাচের পার্থক্য গড়ে দিতে পারেন।

সম্ভাব্য একাদশ ও ম্যাচের কৌশল

ব্রাজিল : (৪-৩-৩) এলিসন, দানিলো, থিয়াগো সিলভা, মিরান্দা, মার্সেলো, কাসেমিরো, পৌলিনহো, কৌতিনহো, উইলিয়ান, জেসুস, নেইমার

সুইজারল্যান্ড : (৪-২-৩-১) সোমার, লিখটস্টেইনার, স্কার, আকানজি, রদ্রিগেজ, ঝাকা, বেহরামি, শাকিরি, জেমাইলি, জুবার, সেফেরোভিচ

ভবিষ্যদ্বাণী : ব্রাজিল ৩-১ সুইজারল্যান্ড   

Comments

The Daily Star  | English
Rizvi criticizes PR system in elections

PR system a threat to democracy: Rizvi

Under the PR system, the party, not the people, will choose MPs, he says

1h ago