মস্কোর ফুটপাতে ট্যাক্সি-চাপায় আহত অন্তত ৭
বিশ্বকাপ ফুটবলের আয়োজক দেশ হিসেবে যখন সারা বিশ্বের দৃষ্টি রাশিয়ার ওপর এমন একটি সময়ে দেশটির রাজধানীতে ট্যাক্সি-চাপায় অন্তত সাতজন আহত হওয়ার ঘটনা ঘটেছে।
গতকাল (১৬ জুন) মস্কোর ব্যস্ততম রেড স্কয়ারে এই ঘটনাটি ঘটেছে বলে প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছেন।
আহতদের মধ্যে দুজন ফুটবলপ্রেমী মেক্সিকান রয়েছেন বলে সে দেশের দূতাবাস জানিয়েছে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানান, কিরঘিজস্তানের অধিবাসী সেই গাড়ির চালক পুলিশের হেফাজতে রয়েছেন। দুর্ঘটনাটিকে অনিচ্ছাকৃত বলেও উল্লেখ করা হয়েছে।
মস্কোর মেয়র সারগেই সোবইয়ানিন এক টুইটার বার্তায় বলেন, “ট্যাক্সি দিয়ে একটি দুঃখজনক ঘটনা ঘটেছে। চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন।”
মস্কো পুলিশ জানিয়েছে, ট্রাফিক আইন ভঙ্গের অভিযোগে তারা এই ঘটনার তদন্ত শুরু করেছেন।
Comments