সুইজারল্যান্ডের বিপক্ষে ব্রাজিলের অধিনায়ক মার্সেলো
তিতের ব্রাজিল দলে এ যেন এক অদ্ভুত নিয়ম। নির্দিষ্ট কোন অধিনায়ক নেই, একেক ম্যাচে একেক জনের হাতে আর্মব্যান্ড পরিয়ে দেন কোচ! বিশ্বকাপের প্রথম ম্যাচে কে অধিনায়ক হবেন, জল্পনা কল্পনা ছিল সেটি নিয়েও। অবশেষে জানা গেলো, সুইজারল্যান্ডের বিপক্ষে অধিনায়কত্বের দায়িত্ব পাচ্ছেন মার্সেলো।
স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা জানিয়েছে, প্রথম ম্যাচের জন্য অধিনায়ক হিসেবে মার্সেলোকেই বেছে নিয়েছেন কোচ তিতে। প্রথমে অবশ্য শোনা গিয়েছিল, পুরো বিশ্বকাপের জন্যই একজন অধিনায়ক বেছে নিতে পারেন তিতে। এখনো সেই সিদ্ধান্তে অটল আছেন কি না তা বলা মুশকিল, তবে শুরুটা যে মার্সেলোকে দিয়েই করছেন, তা নিশ্চিত করেছে মার্কা।
ব্রাজিল দলের সবচেয়ে বড় তারকা হিসেবে নেইমারেরই পরার কথা ছিল আর্মব্যান্ডের অধিনায়কত্ব। তবে সমর্থক ও প্রেসের একাংশের ক্রমাগত সমালোচনায় অতিষ্ঠ হয়ে নেইমার অধিনায়কত্ব না করার সিদ্ধান্ত নিয়েছেন বলে গুঞ্জন সংবাদমাধ্যমগুলোতে।
দায়িত্ব নেয়ার পর থেকে প্রায় প্রতি ম্যাচে অধিনায়ক বদল করেছেন তিতে। সর্বশেষ ২১ ম্যাচে তিতের দলে অধিনায়ক হয়েছেন ১৪ জন! তিতের দলে এখনো পর্যন্ত সবচেয়ে বেশি বার অধিনায়কত্ব করেছেন ইনজুরির কারণে বিশ্বকাপ মিস করা দানি আলভেজ। সাবেক এই বার্সেলোনার ডিফেন্ডার অধিনায়কত্বের আর্মব্যান্ড পরেছেন চারবার। আর ডিফেন্ডার মিরান্ডা অধিনায়ক হয়েছেন তিন বার, নেইমার ও থিয়াগো সিলভা হয়েছেন দুই বার করে। এছাড়া মার্সেলো, ক্যাসেমিরো, রেনাতো অগাস্তো, গ্যাব্রিয়েল জেসুস, উইলিয়ান, কুতিনহো, ফার্নান্দিনহো, মার্কুইনহোস, ফিলিপে লুইস ও রবিনহো একবার করে অধিনায়কের দায়িত্ব পালন করেছেন।
Comments