‘জয়টা মেক্সিকোর প্রাপ্য ছিল’

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই দারুণ এক চমক উপহার দিল মেক্সিকো। বর্তমান চ্যাম্পিয়ন জার্মানিকে হারিয়ে দিয়েছে তারা। কিন্তু শুরু আগে পরিষ্কারভাবেই এ ম্যাচে ফেভারিট ছিল জার্মানরা। তারপরও জয়টি মেক্সিকোর প্রাপ্য ছিল বলেই জানালেন জার্মান দলের ডিফেন্ডার ম্যাটস হ্যামেলস। ম্যাচের পরিস্থিতির কথা বিবেচনা করেই এ কথা বলছেন তিনি।

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই দারুণ এক চমক উপহার দিল মেক্সিকো। বর্তমান চ্যাম্পিয়ন জার্মানিকে হারিয়ে দিয়েছে তারা। কিন্তু শুরু আগে পরিষ্কারভাবেই এ ম্যাচে ফেভারিট ছিল জার্মানরা। তারপরও জয়টি মেক্সিকোর প্রাপ্য ছিল বলেই জানালেন জার্মান দলের ডিফেন্ডার ম্যাটস হ্যামেলস। ম্যাচের পরিস্থিতির কথা বিবেচনা করেই এ কথা বলছেন তিনি।

মূলত ডিফেন্সের ভুলকেই বড় করে দেখছেন হ্যামেলস। ৩৬ মিনিটে চিচিরিতো হার্নান্দেজের কাছ থেকে বল পেয়ে দারুণভাবে নিয়ন্ত্রণে নেন হার্নিন লোজানো। দুই ডিফেন্ডারকে বোকা বানিয়ে পরাস্ত করেন ম্যানুয়েল নয়ারকে। তার গোলই শেষ পর্যন্ত ম্যাচের নিয়ন্ত্রক হয়ে দাঁড়ায়। আর তাতে মোটেও অবাক হননি হ্যামেলস।

জয়টি মেক্সিকোর প্রাপ্য জানিয়ে হ্যামেলস বলেন, ‘জয়টি মেক্সিকোর প্রাপ্য।। আমাদের ডিফেন্স খুব ভালো ছিল না। আমরা অনেক সময়ই ডিফেন্স ছেড়ে চলে গিয়েছি। শুধু আমি আর জেরেমি (বোয়েটাং) ছিলাম। কদিন আগেই (প্রস্তুতি ম্যাচে) আমরা সতর্ক বার্তা পেয়েছিলাম। আমরা সৌদি আরবের বিপক্ষে যেমন খেলেছিলাম এ ম্যাচেও তেমনই খেলেছি। প্রথমার্ধ সম্পূর্ণই আগের মতোই ছিল। তাই মেক্সিকোর এ জয়টি প্রাপ্য।’

শুরু থেকেই মেক্সিকোর কাউন্টার অ্যাটাকে দিশেহারা অবস্থা জার্মানির। পাসিংয়ে ভালো থাকলেও ফিনিশিংয়ে বড় দুর্বলতা চোখে পড়ে। বেশ কিছু সহজ সুযোগ পেয়েও লক্ষ্যে রাখতে পারেননি ফরোয়ার্ডরা। তারপরও নিজেদের আক্রমণভাগকে ছোট করে দেখছেন না হ্যামেলস, ‘যখন সাত আট জন খেলোয়াড় আক্রমণ করে তখন এটা পরিষ্কার যে আমাদের আক্রমণ ভাগ দারুণ। নিজেদের মধ্যে এটা আমি প্রায়ই বলি যে, সময় সব কিছু সহজে পাওয়া যায় না। ’

তবে হারের জন্য কোন আজুহাতের আশ্রয় নেননি মিডফিল্ডার টনি ক্রুস। দায় স্বীকার করে বলেন, ‘আমরা ভালো করতে পারিনি। সব মিলিয়ে আমরা সুযোগ পেয়েছিলাম কিন্তু স্কোর করতে পারিনি। আমরা বল উপরে উড়িয়েছি, পাশে মেরেছি। আর মেক্সিকোর সব সময় দুই তিন জন খেলোয়াড় সামনে ছিল যাদের আমরা আটকাতে পারিনি। ’

মেক্সিকোর কাছে হারের ফলে বড় চাপে পড়েছে জার্মানি। দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করতে হলে পরের দুই ম্যাচে জিততেই হবে তাদের। ক্রুসও বলেছেন একই কথা, ‘আমরা এখন চাপে আছি। পরের দুই ম্যাচে আমাদের ছয় পয়েন্ট পেতে হবে।’

Comments

The Daily Star  | English

Ban on plastic bags a boon for eco-friendly sacks

Availability of raw materials now a challenge

3h ago