গোল উদযাপন করতে গিয়ে ভূমিকম্প ঘটালো মেক্সিকানরা!

বিশ্বকাপে প্রথম ম্যাচ, প্রতিপক্ষ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন জার্মানি। মেক্সিকানরা তাই পরিষ্কারভাবেই আন্ডারডগ ছিল কালকের ম্যাচে। কিন্তু আন্ডারডগ সেই মেক্সিকোই দিল এবারের বিশ্বকাপের প্রথম চমক। হার্ভিং লোজানোর একমাত্র গোলে বর্তমান চ্যাম্পিয়নদের হারিয়ে দুর্দান্তভাবে শুরু হয়েছে মেক্সিকোর বিশ্বকাপ। আর লোজানোর গোলের পর মেক্সিকানরা খুশিতে আত্মহারা হয়ে এমনভাবে উদযাপন করেছে যে, তাদের দেশে ছোটখাটো একটা কৃত্রিম ভূমিকম্পই হয়ে গেছে!
Mexico Celebration
মেক্সিকো সিটিতে একসঙ্গে বড় পর্দায় খেলা দেখেন হাজার হাজার মানুষ। ছবি: রয়টার্স

বিশ্বকাপে প্রথম ম্যাচ, প্রতিপক্ষ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন জার্মানি। মেক্সিকানরা তাই পরিষ্কারভাবেই আন্ডারডগ ছিল কালকের ম্যাচে। কিন্তু আন্ডারডগ সেই মেক্সিকোই দিল এবারের বিশ্বকাপের প্রথম চমক। হার্ভিং লোজানোর একমাত্র গোলে বর্তমান চ্যাম্পিয়নদের হারিয়ে দুর্দান্তভাবে শুরু হয়েছে মেক্সিকোর বিশ্বকাপ। আর লোজানোর গোলের পর মেক্সিকানরা খুশিতে আত্মহারা হয়ে এমনভাবে উদযাপন করেছে যে, তাদের দেশে ছোটখাটো একটা কৃত্রিম ভূমিকম্পই হয়ে গেছে!

খেলার মাঠে নয়, মেক্সিকানরা ভূমিকম্প ঘটিয়েছে নিজেদের দেশেই। রাজধানীর মধ্যবর্তী অংশে বড় পর্দায় খেলা উপভোগ করেছেন বহু মেক্সিকান সমর্থক। ৩৫ মিনিটে লোজানোর গোলের পর উল্লসিত ভক্ত সমর্থকদের উদযাপনের মাত্রা এতটাই বেশি ছিল, উদযাপনের চোটে ভূমিকম্প ঘটিয়ে বসেছেন তারা!

দেশটির ভূতত্ত্ব ও পরিবেশ বিভাগ বলছে, লোজানোর গোলের সাত সেকেন্ড পরে রাজধানীতে অন্তত দুইটি উচ্চমাত্রার সংবেদনশীল ভূমিকম্প সেন্সরে ছোট মাত্রার ভূমিকম্প ধরা পড়েছে। এবং এটি প্রাকৃতিক ভূমিকম্প নয়, বরং গোলের পর উদযাপন করার সময় সমর্থকেরা যে লাফালাফি করেছেন, তাতেই এই কৃত্রিম ভূমিকম্পের সৃষ্টি বলেও জানিয়েছে তারা।

বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে দুর্দান্ত খেলে ছিনিয়ে আনা এই জয়ে ভীষণ উল্লসিত মেক্সিকান সমর্থকেরা। বান্ধবী ও ছেলেকে নিয়ে বাবা দিবসে নিজ দলের খেলা দেখতে আসা পুলিডো যেমন বলছেন, ‘আমি ভীষণ খুশি। একদিন দুটো উপহার পেয়ে গেলাম। মেক্সিকোও জিতলো, আবার বাবা দিবসে ছেলের সাথে উদযাপন করার সুযোগও পেয়ে গেলাম।’

মেক্সিকোর অসাধারণ ফুটবলে মুগ্ধ হয়ে সাধারণ সমর্থকেরা তো শুভেচ্ছা জানিয়েছেনই, দেশটির প্রেসিডেন্ট নির্বাচনে পদপ্রার্থী আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ অব্রাদোরও নির্বাচনী প্রচারণা চলাকালীন সময়ে শুভেচ্ছা জানিয়েছেন মেক্সিকো ফুটবল দলকে। বলেছেন, ‘আজ যেভাবে জিতেছে, বাকি ম্যাচগুলোতেও ঠিক এভাবেই জিততে থাকবে মেক্সিকো।’

গুরুত্বপূর্ণ এই তিন পয়েন্টের পর পরের পর্বে যাওয়াকেও এখন খুবই সম্ভব বলে মনে করছেন মেক্সিকান সমর্থকেরা। গত ছয়টি বিশ্বকাপেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হয়েছে ‘এল ত্রি’ নামে পরিচিত মেক্সিকান ফুটবল দলকে। এবার সেই খরা কাটিয়ে শেষ ষোলোতে খেলার স্বপ্নে বিভোর দেশটির ফুটবলপ্রেমীরা। 

গ্রুপ ‘এফ’ এ নিজেদের দ্বিতীয় ম্যাচে আগামী শনিবার রোস্তভ-অন-ডনে দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে মেক্সিকো। ওই ম্যাচে জিততে পারলে শেষ ষোলোতে খেলার পথে অনেকটাই এগিয়ে যাবে ২০২৬ সালে সম্মিলিতভাবে বিশ্বকাপে আয়োজনের দায়িত্ব পাওয়া দেশটি।

-রয়টার্স 

Comments

The Daily Star  | English
Jatiya Party Logo

JP may walk if MPs not given cakewalk

Party chatter hints at withdrawal from polls if seat-sharing deal can’t be reached with AL

14h ago