ভবিষ্যদ্বাণী: বেলজিয়াম বনাম পানামা
এক ঝাঁক তারকা খেলোয়াড় নিয়ে এবার রাশিয়া বিশ্বকাপে এসেছে বেলজিয়াম। সেদিক থেকে বিশ্বকাপের অন্যতম দাবিদারও তারা। কিন্তু টুর্নামেন্টের শুরুতে যেভাবে জায়ান্টরা ধরা খাচ্ছে তাতে কিছুটা হলেও শঙ্কা থাকছে বেলজিয়ামেরও। তবে নিজেদের সেরাটা খেলতে পারলে বড় ফলাফল অসম্ভব কিছুই নয়।
প্রতিপক্ষ পানামা। যারা এবারই প্রথমবার বিশ্বকাপের টিকিট কেটেছে। অভিজ্ঞতায় বেলজিয়ানদের চেয়ে অনেক পিছিয়ে। তাই মাঠে এগিয়ে থাকবে লাল শয়তানরাই। কিন্তু মধ্য আমেরিকার দ্বীপ রাষ্ট্রটিও ছেড়ে কথা বলবে না।
ম্যাচের ফলাফল কি হবে তা জানা যাবে ম্যাচ শেষে, তবে তার আগেই ফলাফলের ভবিষ্যদ্বাণী নিয়ে হাজির আমরা। পাশাপাশি দুই দলের সম্ভাব্য একাদশ, কৌশলও তুলে ধরা হলো-
কখন ?
বাংলাদেশ সময় রাত ৯টা, সোমবার, ১৮ জুন
কোথায় ?
ফিশ্ট স্টেডিয়াম, সোচি
নজরে থাকবেন যারা?
কেভিন ডি ব্রুইন ম্যাচের সবচেয়ে বড় তারকা। মধ্য মাঠের মধ্য মণি। চলতি মৌসুমে ম্যানচেস্টার সিটির রেকর্ড লিগ শিরোপা জয়ে মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি। আছেন এডেন হ্যাজার্ডের মতো খেলোয়াড়। অনেকেই তাকে মেসি-রোনালদোর সম পর্যায়ের খেলোয়াড় বলেই দাবি করে।
হারার আগে হারে না পানামা। শেষ পর্যন্ত লড়াই করে যায় বলেই তাদের নাম লড়াকু। দলে বড় তারকা নেই। একতাকে শক্তি মেনেই এগিয়ে যায় দলটি। ডিফেন্ডার রোমান তোরেসই দলের সবচেয়ে বড় তারকা। মজার ব্যাপার ডিফেন্ডার হলেও বাছাই পর্বে তিনিই ছিলেন দলের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা।
সম্ভাব্য একাদশ ও ম্যাচের কৌশল
বেলজিয়াম : (৩-৪-৩) কর্তোয়া, অ্যালডারউইয়ারল্ড্, বোয়াটা, ভেরটনঘেন, মিউনিয়ার, ডি ব্রুইন, উইসেল, কারাসকো, মার্টিনস, লুকাকু, হ্যাজার্ড।
পানামা : (৪-১-৪-১) পেনেডো, ডেভিস, এসকোবার, তোরেস, মুরিল্লো, গোমেজ, বারকেনাস, গোডি, কুপার, রদ্রিগেজ, পেরেজ।
ভবিষ্যদ্বাণী : বেলজিয়াম ৪-০ পানামা
Comments