নিজেদের কাজটা ঠিকভাবে করুন: রেফারিদের নেইমার

Neymar

এবারের বিশ্বকাপের অন্যতম বড় সুপারস্টার তিনি। গোটা ব্রাজিলের আশা ভরসার কেন্দ্রবিন্দুও। সেই নেইমারকেই কি না গতকাল এতবার ফাউলের শিকার হতে হলো! সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচে মোট ১০ বার ফাউলের শিকার হতে হয়েছে নেইমারকে, যা কিনা ১৯৯৮ সালে অ্যালান শিয়ারারের পর বিশ্বকাপে কোন খেলোয়াড়ের উপর সর্বোচ্চ ফাউলের রেকর্ডও।

স্বাভাবিকভাবেই এতে খুশি হতে পারেননি নেইমার। রেফারিদের প্রতি তাই আহবান জানিয়েছেন, তারকা খেলোয়াড়দের সুরক্ষা নিশ্চিত করার ব্যাপারে যেন সর্বোচ্চ সতর্ক থাকেন রেফারিরা।

তবে এসব ব্যাপারে বেশি মাথা না ঘামিয়ে নিজের খেলার দিকেই মনোযোগ দিতে চাচ্ছেন ২৬ বছর বয়সী এই তারকা, ‘আমার মূল কাজ হচ্ছে ফুটবল খেলা। এরকম ফাউলের শিকার হতে হবে, এটা স্বাভাবিকই। ফুটবলে এমনটা হয়েই থাকে। বাকিটা দেখার জন্য রেফারিরা আছেন।’

শুধু তাই নয়, সুইজারল্যান্ডের গোল নিয়েও সন্তুষ্ট হতে পারেননি নেইমার। সেই অসন্তোষ গোপন করার চেষ্টাও করেননি তিনি। গোলের আগে সুইস মিডফিল্ডার জুবার ফাউল করেছিলেন ব্রাজিল ডিফেন্ডার মিরিন্ডাকে, কোচ তিতের মতো এমনটা বলেছেন নেইমারও, ‘আমার মনে হয় ওটা ফাউল ছিল।’

‘আমি বেশ কয়েকবার রিপ্লেটা দেখেছি। কিন্তু এ ব্যাপারে আমার কোন কথা বলা উচিত নয়। এসব দেখার জন্য চারজন পেশাদার রেফারি আছেন। কিন্তু তাদেরকে তাদের কাজটা ঠিকভাবে করতে হবে।’

নিজেদের উন্নতি করার সুযোগও দেখছেন নেইমার, ‘ড্র আমাদের প্রাপ্য ছিল না। কিন্তু আমাদের উন্নতি করার জায়গা আছে। আমরা আরও ভালো খেলতে পারি। কিন্তু সুইজারল্যান্ড ম্যাচটা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়ে গেলো, বিশ্বকাপটা মোটেও সহজ হবে না।’

Comments

The Daily Star  | English

Israel will take all of Gaza: Netanyahu

Strikes kill 52 more; WHO chief says 2 million 'starving'

40m ago