উখিয়ায় রোহিঙ্গা নেতার লাশ উদ্ধার
কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে আরিফ উল্লাহ (৪৮) নামের এক রোহিঙ্গার মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার চাইলাউ মারমা দ্য ডেইলি স্টারের স্থানীয় প্রতিনিধিকে জানান, নিহত আরিফ উল্লাহ রোহিঙ্গাদের নেতা ছিলেন।
সোমবার রাত ৮ টার দিকে বালুখালী ১১ নং ক্যাম্পের সি ব্লক থেকে মৃতদেহটি উদ্ধার করে পুলিশ। লাশ কক্সবাজার জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
স্থানীয়দের কাছ থেকে জানা যায়, রোহিঙ্গা ক্যাম্পে প্রাধান্য বিস্তার নিয়ে প্রতিদ্বন্দ্বী একটি গ্রুপের সঙ্গে তার শত্রুতা ছিল। এ নিয়ে তাদের মধ্যে ঝগড়াও হয়েছিল। পুলিশের ধারণা, শত্রুতা বশত আরিফ খুন হয়ে থাকতে পারে।
হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার করতে পুলিশ কাজ করছে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা চাইলাউ মারমা।
Comments