রেললাইনে সেলফি তুলতে গিয়ে দুই মেয়েসহ বাবা নিহত

​নরসিংদীতে রেললাইনের ওপর সেলফি তুলতে গিয়ে ট্রেনে কাটা পড়ে গতকাল দুই মেয়েসহ তাদের বাবা নিহত হয়েছেন।

নরসিংদীতে রেললাইনের ওপর সেলফি তুলতে গিয়ে ট্রেনে কাটা পড়ে গতকাল দুই মেয়েসহ তাদের বাবা নিহত হয়েছেন।

নিহতরা হলেন, হাফিজ মিয়া (৪০), অষ্টম শ্রেণিতে পড়ুয়া মেয়ে তারিন (১৩) ও দুই বছরের তুলি। লক্ষ্মীপুর সদর উপজেলার দত্তপাড়া গ্রামে তাদের বাড়ি।

নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম সৈয়দুজ্জামান জানান, সোমবার পৌনে ৭টার দিকে পুরাণপাড়া রেলওয়ে ব্রিজের কাছে লাইনের ওপর সেলফি তোলার সময় নোয়াখালীগামী একটি ট্রেন তাদের ধাক্কা দিলে ঘটনাস্থলেই সবাই নিহত হন।

পেশায় ব্যবসায়ী হাফিজ নরসিংদী শহরের বিলাশদী এলাকায় পরিবার সপরিবারে বসবাস করতেন বলে তিনি যোগ করেন।

Comments

The Daily Star  | English
VIP movements are Dhaka’s undiagnosed illness

VIP movements are Dhaka’s undiagnosed illness

If the capital's traffic condition makes you angry, you're normal

8h ago