পুকুরে ডুবে এক পরিবারের তিন শিশুর মৃত্যু
কক্সবাজারে পুকুরে ডুবে একই পরিবারের তিন শিশুর মৃত্যু হয়েছে। উখিয়ার রত্নাপালং ইউনিয়নের চাকবৈঠা গ্রামে গতকাল সোমবার রাত ৯টায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
মারা যাওয়া শিশুরা হলো, চাকবৈঠা গ্রামের আবদুল কাদেরের দুই মেয়ে সাফা (৭), মারওয়া (৯) এবং আব্দুল কাদেরের ভাই আবু ছিদ্দিকের ছেলে ফাহিম (৮)। তারা তিনজনই চাকবৈঠা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয়, দ্বিতীয় ও প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।
আবদুল কাদেরের এক আত্মীয় মফি উদ্দিন জানান, ঈদ উপলক্ষে কাদেরদের বাড়িতে অতিথি এসেছিল। অতিথিদের সঙ্গে আসা অন্য শিশুদের নিয়ে খেলছিল সাফা- মারওয়া ও ফাহিম। এ সময় দৌড়াতে গিয়ে তারা উঠানের পাশে পুকুরে পড়ে যায়। পরে খোঁজাখুঁজির পর তিনজনকেই পুকুরে মৃত অবস্থায় পাওয়া যায়। রাত ৯টায় মৃতদেহ উদ্ধার করে দ্রুত উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
রত্নাপালং ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান খায়রুল আলম চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খেলতে গিয়ে অসাবধানতাবশত পুকুরে ডুবে তিন শিশুর করুণ মৃত্যু হয়েছে। খুবই হৃদয় বিদারক ঘটনা ঘটে গেল।
উখিয়া থানার ওসি মো. আবুল খায়ের বলেন, পুলিশ খবর পেয়ে হাসপাতালে যায়। পুলিশ খোঁজখবর নিয়ে নিশ্চিত হয়েছে পুকুরের পানিতে পড়ে তিন শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি খুবই মর্মান্তিক।
Comments