নারায়ণগঞ্জে আবারও হাত-পা বাঁধা শিশুর লাশ
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আরও এক শিশুর লাশ পাওয়া গেছে। গতকাল সোমবার সন্ধ্যায় আটি হাউজিং এলাকায় একটি মাছের খামারে ব্যাগের ভেতরে থাকা লাশটি ভেসে ওঠে। এর দুদিন আগে গত ১৬ জুন ঈদের দিন একই খামারে বস্তাবন্দী অবস্থায় ছয় মাস বয়সী এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছিল।
সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (অপারেশন) আবদুল আজিজ জানান, সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় আটি হাউজিংয়ের আলী মোহাম্মদের মাছের খামারে ভাসমান একটি ব্যাগ থেকে দুর্গন্ধ পেয়ে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে ব্যাগ থেকে হাত পা বাঁধা অবস্থায় আনুমানিক চার বছর বয়সী এক মেয়ে শিশুর লাশ উদ্ধার করে। মৃতের শরীরে ইতোমধ্যে পচন ধরায় আঘাতের চিহ্ন বোঝা যায়নি।
এর আগে একই পুকুর থেকে ঈদের দিন শনিবার ৬ মাস বয়সী আরেকটি শিশুর লাশ উদ্ধার করা হয়েছিল। সেই লাশটির পরিচয়ও এখনো পর্যন্ত পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।
পরিদর্শক আবদুল আজিজ আরও জানান, ধারণা করা হচ্ছে দুটি লাশই একই দিনে অন্য কোথাও হত্যা করে এখানে ফেলে গেছে অজ্ঞাত দুর্বৃত্তরা। বিষয়টি আমরা গুরুত্ব সহকারে তদন্ত শুরু করেছি। মাছের খামারের লোকজনকে পাওয়া যায়নি। তাদের খুঁজে বের করা হচ্ছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হবে।
Comments