‘সাদিও মানে বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়’

এবারের বিশ্বকাপে সেনেগালের সবচেয়ে বড় ভরসার নাম সাদিও মানে। লিভারপুলের হয়ে দুর্দান্ত এক মৌসুম কাটিয়ে আসা মানের উপরেই ভরসা করে থাকবে গোটা সেনেগাল। এই সেনেগাল দলের সবচেয়ে বড় তারকাও তিনিই। সেনেগাল কোচ আলিউ সিসে তো বরং আরও এক ধাপ এগিয়ে গিয়ে বলেছেন, সাদিও মানে বিশ্বেরই অন্যতম সেরা খেলোয়াড়।

২০০২ বিশ্বকাপে চমকের পর চমক দেখানো বিখ্যাত সেই সেনেগাল দলের অধিনায়ক সিসে এবার আছেন সেনেগালের কোচের দায়িত্বে। অনুশীলনের সময় রোজ কাছ থেকে দেখছেন মানেকে। আর সেই অভিজ্ঞতা থেকেই বলছেন, ‘মানে খুবই স্বতন্ত্র প্রকৃতির ফুটবলার। অন্য কোন সেনেগালিজ ফুটবলারের সাথে ওর তুলনা দেয়া যাবে না। ও একাই পার্থক্য গড়ে দিতে পারে।’

‘এর মধ্যেই ও বিশ্বের অন্যতম সেরা ফুটবলারদের একজনে পরিণত হয়েছে। এই ব্যাপারে অস্বীকৃতি জানানোর কোনো সুযোগ নেই। ইউরোপের অন্যতম ঐতিহ্যবাহী ও সেরা ক্লাবের হয়ে খেলে সে। আর সেখানেও নিজের সেরা ফর্মে থেকেই পারফর্ম করেছে।’

‘ও বাকিদের চেয়ে আলাদা, কারণ ও কী করবে তা আগে থেকে অনুমান করা সম্ভব নয়। এ কারণেই ও গ্রেট একজন ফুটবলার।’

খ্যাতির চূড়ায় উঠেও বদলে যাননি, এদিক থেকেও মানেকে স্বতন্ত্র মনে করছেন সিসে, ‘গত দুই বছরে ও যা যা অর্জন করেছে, তারপরেও কিন্তু ও একটুও বদলায়নি। ২০১২ অলিম্পিকের সময় প্রথম ওকে যেরকম নম্র ভদ্র দেখেছিলাম, এখনও ঠিক সেরকমই আছে ও।’

তবে মানের এত প্রশসা করলেও সেনেগাল যে কেবল মানের উপর নির্ভর করে থাকবে না, সেটিও জানিয়ে দিয়েছেন সিসে, ‘সেনেগাল মানেই কেবল সাদিও মানে নয়। মানে ওর পাশে দাঁড়ানোর জন্য দারুণ এক দলকেই পাবে। এটি ওর জন্য প্লাস পয়েন্ট হতে পারে।’

বাংলাদেশ সময় আজ সন্ধ্যা ৬ টায় পোল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু হচ্ছে সেনেগালের।

Comments

The Daily Star  | English

Bangladesh Police: Equipped to inflict heavy casualties

Police arms records show the brutal truth behind the July killings; the force bought 7 times more lethal weapons than non-lethal ones in 2021-23

12h ago