সুইজারল্যান্ড ম্যাচে ভিএআর ব্যবহারের ব্যাখ্যা চায় ব্রাজিল
বিতর্ক এড়াতে রাশিয়া বিশ্বকাপে ব্যবহার করা হচ্ছে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর)। কিন্তু আসলেই কি বিতর্ক এড়ানো গিয়েছে। নাকি বিতর্ক বেড়েছে। সুইজারল্যান্ডের বিপক্ষে রোববার তাদের প্রথম গ্রুপ ম্যাচের গুরুত্বপূর্ণ দুটি সিদ্ধান্তে ভিএআরের সহয়তা চেয়েছিল ব্রাজিল। কিন্তু তাদের আবেদনে সাড়া দেননি রেফারি। তাই ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার কাছে জবাব চেয়েছে ব্রাজিল ফুটবল সংস্থা (সিবিএফ)।
সুইজারল্যান্ডের বিপক্ষে পরিষ্কার ফেভারিট হিসেবেই মাঠে নেমেছিল ব্রাজিল। শুরুটাও করে তারা দারুণ। ১১ মিনিটেই কৌতিনহোর গোলে এগিয়ে যায় দলটি। কিন্তু দ্বিতীয়ার্ধে উল্টো গোল খেয়ে পয়েন্ট ভাগাভাগি করে তারা। তবে গোল দেওয়ার ঠিক আগ মুহূর্তে ডিফেন্ডার মিরান্দাকে ধাক্কা দিয়েছিলেন সুইজারল্যান্ডের স্টিভেন জুবের। তাই ঘটনা যাচাই করতে ভিএআরের সহয়াতা চেয়েছিল সেলেকাওরা।
শুধু এই ঘটনাই নয়, ডি বক্সের মধ্যে গ্যাব্রিয়েল জেসুসকেও ইচ্ছে করেই ফেলে দেওয়া হয়েছিল বলে দাবি করছে ব্রাজিলীয়রা। ভিএআরের আবেদনও করেছিল। কিন্তু দুটি ঘটনার একটিতেও রিভিউ করা হয়নি। আর এ কারণেই সুইজারল্যান্ডের বিপক্ষে পয়েন্ট খোয়াতে হয়েছে বলে মনে করছে ব্রাজিল দল। সিদ্ধান্ত দুটি নিজেদের পক্ষে গেলে জয় নিয়েই মাঠ ছাড়ত বলে বিশ্বাস করে তারা।
একটি বিবৃতিতে সোমবার ব্রাজিল ফুটবল কনফেডারেশন বলেছে, ‘দুটি ঘটনায়… রেফারির ভুল পরিষ্কার। ভিএআর বিশ্লেষণের মাধ্যমে পর্যালোচনা করার মতো সিদ্ধান্ত ছিল দুটিই। সিবিএফ ফিফার কাছে জানতে চায় খেলার গুরুত্বপূর্ণ সময় ঘটা ঘটনায় প্রযুক্তি ব্যবহার করা হয়েছিল কি না?'
Comments