জাতীয় অধ্যাপক হলেন তিন শিক্ষাবিদ

দেশের বিশিষ্ট তিন জন শিক্ষাবিদকে আগামী পাঁচ বছরের জন্য জাতীয় অধ্যাপক হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। তারা হলেন, অধ্যাপক রফিকুল ইসলাম, অধ্যাপক আনিসুজ্জামান ও অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী।

গতকাল শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর জাতীয় অধ্যাপক নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপনে বলা হয়, নিয়োগ পাওয়া জাতীয় অধ্যাপকেরা ‘জাতীয় অধ্যাপকগণ সিদ্ধান্ত মালা, ১৯৮১’ অনুযায়ী দায়িত্ব পালন করবেন এবং সম্মানী ও অন্যান্য সুবিধা পাবেন।

বিশিষ্ট শিক্ষাবিদ ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব ইমেরিটাস অধ্যাপক রফিকুল ইসলাম বেসরকারি ইউনিভার্সিটি অব লিবারেল আর্টসের সেন্টার ফর বাংলা স্টাডিজ এর উপদেষ্টা। নজরুল ইনস্টিটিউটের চেয়ারম্যানের দায়িত্বও পালন করছেন তিনি।

অধ্যাপক আনিসুজ্জামান তার বর্ণাঢ্য কর্মজীবনে ঢাকা বিশ্ববিদ্যালয় (১৯৫৯-১৯৬৯, ১৯৮৫-২০০৩, ২০০৫-২০০৮) ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (১৯৬৯-১৯৮৫) বাংলা বিভাগে শিক্ষকতা করেছেন। এছাড়াও দেশের বাইরের বেশ কিছু বিশ্ববিদ্যালয়ের সঙ্গে তিনি যুক্ত ছিলেন। দেশে মৌলবাদ ও জঙ্গিবাদের বিরুদ্ধে সোচ্চার থাকায় তিনি সুবিদিত।

সিভিল ইঞ্জিনিয়ার, অধ্যাপক, গবেষক অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী বেসরকারি ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের (ইউএপি) উপাচার্য। সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টাও ছিলেন এই শিক্ষাবিদ।

শিক্ষা, জ্ঞান-বিজ্ঞান ও গবেষণার জন্যে দেশের বিশিষ্ট পণ্ডিত, চিন্তাবিদ এবং শিক্ষকদের জাতীয় অধ্যাপক হিসেবে বিশেষ রাষ্ট্রীয় সম্মাননা প্রদান করে সরকার। ১৯৭৫ সাল থেকে এই সম্মাননা প্রবর্তিত হয়।

Comments

The Daily Star  | English
Anti-Terrorism Act

Banning party activities: Govt amends anti-terror law

The interim government is set to bring the curtain down on the Awami League as a functioning political party.

4h ago