বাংলাদেশি ভক্তদের ভিডিও শেয়ার করলেন মেসি
অনেকেই বলেন, ‘আর্জেন্টিনার মোট জনসংখ্যার চেয়ে বাংলাদেশে তাদের ফুটবল সমর্থক বেশি।’ সেই সর্মথকের প্রায় সবাই যে লিওনেল মেসিরও ভক্ত তা বলার অপেক্ষা রাখে না। বাংলাদেশে মেসিদের অগুনতি ভক্তের পাগলামীরও সীমা নেই। প্রশ্ন হলো, মেসি কি তা জানেন? উত্তরটা এখন ‘হ্যাঁ’ বলাই যায়। কারণ মেসি নিজেই সমর্থকদের উন্মাদনার একটি ভিডিও শেয়ার করেছেন।
মঙ্গলবার রাতে আর্জেন্টিনা তারকা মেসির স্বীকৃত ফেসবুক পেজ থেকে তার ভক্তদের একটি ভিডিও শেয়ার করা হয়। তাতে লেখা হয়েছে, ‘রাশিয়া বিশ্বকাপে পুরো বিশ্বে জুড়ে মেসির খাঁটি কিছু ভক্ত’ । ১ মিনিট তিন সেকেন্ডের ভিডিওর বেশিরভার অংশেই ছিলেন মেসি ও আর্জেন্টিনার বাংলাদেশি ভক্তরা। আর তা ভাইরালও হয়ে গেছে। বুধবার সকাল পর্যন্ত ভিডিওটি দশ লক্ষের বেশি মানুষ দেখেছেন। শেয়ার হয়ে গেছে ১২ হাজারের উপর।
শুরুতেই দেখা যায় দুইপাশে আর্জেন্টিনা ও বাংলাদেশের পতাকার লোগো আর আর্জেন্টিনার বিশাল পতাকা নিয়ে ডিসপ্লে করছেন সমর্থকরা। এরপর আরও বিভিন্ন দেশের সমর্থকদের উন্মাদনা দেখানো হয়। পরে আছে বাংলাদেশের রাস্তায় মেসিদের নিয়ে মিছিলের দৃশ্য, লিওনেল মেসির বিশাল প্রতিকৃতি বানিয়েও ভক্তদের স্লোগান দিতে দেখা যায়।
রাশিয়া বিশ্বকাপে আর্জেন্টিনার শুরুটা অবশ্য ভালো হয়নি। ‘ডি’ গ্রুপের প্রথম ম্যাচে অপেক্ষাকৃত কম শক্তির আইসল্যান্ডের কাছে ১-১ গোলে ড্র করেছে তারা। সেই ম্যাচে সবচেয়ে হতাশ করেছেন দলের সেরা তারকা মেসি। তিনি পেনাল্টি থেকে গোল করতে না পারায় জিততে পারেনি দল।
২১ জুন বাংলাদেশ সময় দিবাগত রাত ১২টায় ক্রোয়েশিয়ার বিপক্ষে দ্বিতীয় ম্যাচে নামবে মেসির আর্জেন্টিনা।
Comments