‘পর্তুগাল কেবল রোনালদো নির্ভর থাকতে পারে না’

স্পেনের বিপক্ষে পর্তুগালের ম্যাচটিকে চাইলে এক কথায় বলে দেয়া যায়, ‘ক্রিস্তিয়ানো রোনালদো বনাম স্পেন’। বলতে গেলে প্রায় একা হাতেই ইউরো চ্যাম্পিয়নদের একটি পয়েন্ট এনে দিয়েছেন সিআর সেভেন। কিন্তু প্রতি ম্যাচে যে রোনালদো দলের রক্ষাকর্তা হতে পারবেন না, সেটি ভালোই জানেন পর্তুগাল কোচ ফার্নান্দো সান্তোস। আর জানেন বলেই দলের বাকিদের উদ্দেশ্যে বলেছেন, পর্তুগাল কেবল রোনালদোর উপর নির্ভর করে থাকতে পারে না।
Portugal
মরক্কোর বিপক্ষে ম্যাচের আগে অনুশীলনে পর্তুগাল। ছবিঃ রয়টার্স

স্পেনের বিপক্ষে পর্তুগালের ম্যাচটিকে চাইলে এক কথায় বলে দেয়া যায়, ‘ক্রিস্তিয়ানো রোনালদো বনাম স্পেন’। বলতে গেলে প্রায় একা হাতেই ইউরো চ্যাম্পিয়নদের একটি পয়েন্ট এনে দিয়েছেন সিআর সেভেন। কিন্তু প্রতি ম্যাচে যে রোনালদো দলের রক্ষাকর্তা হতে পারবেন না, সেটি ভালোই জানেন পর্তুগাল কোচ ফার্নান্দো সান্তোস। আর জানেন বলেই দলের বাকিদের উদ্দেশ্যে বলেছেন, পর্তুগাল কেবল রোনালদোর উপর নির্ভর করে থাকতে পারে না।

রোনালদোর উপর চাপ কমাতে দলের বাকিদেরও দায়িত্ব নিয়ে খেলার আহবান জানিয়েছেন সান্তোস, ‘আমি আশা করছি স্পেন ম্যাচের আরও একটি দুর্দান্ত ম্যাচ কাটবে ক্রিশ্চিয়ানোর। রোনালদো স্বরূপে থাকলে তিন পয়েন্ট নেয়া সহজ হয়ে যাবে আমাদের জন্য। ওর উপস্থিতিই দলের জন্য অনেক গুরুত্বপূর্ণ। কিন্তু ফুটবল কোন একক খেলা নয়। আমরা বিশ্বকাপ অভিযানে এসেছি, আর এখানে সব প্রতিপক্ষ সম্পর্কেই সজাগ থাকতে হবে আমাদের। মরক্কোকে ওদের প্রাপ্য সম্মানটুকু দিতে হবে, কারণ তারা দুর্দান্ত একটি দল।’

২০১৬ ইউরোতে যেরকম দুর্দান্ত খেলে চ্যাম্পিয়ন হয়েছিল পর্তুগাল, দলকে আবারও সেভাবেই খেলার তাগিদ দিচ্ছেন পর্তুগাল কোচ, ‘মরক্কো দারুণ একটি দল, আফ্রিকার সেরা দলগুলোর একটি। হার্ভ রেনার্ডের মতো দুর্দান্ত একজন কোচও আছেন তাদের। আমাদের নিজেদের খেলার ব্যাপারে খুবই মনোযোগী থাকতে হবে। আমাদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারলে আমরা জিতবো। দুই বছর আগে ইউরো চ্যাম্পিয়নশিপে যেরকম খেলেছিলাম, ঠিক সেরকম খেলতে হবে আমাদের।’

স্পেন ম্যাচে যেরকম খেলেছে, তার চেয়েও ভালো খেলার সামর্থ্য রাখে তাঁর দল, এমনটাও দাবি করছেন সান্তোস, ‘স্পেনের বিপক্ষে ম্যাচটা আমরা আবার বিশ্লেষণ করেছি। ওই ম্যাচে আমরা যা যা ঠিকভাবে করতে পারিনি, সেগুলো অনুশীলনে ঠিক করে নেয়ার চেষ্টা করেছি আমরা। কিন্তু এগুলো জাদুর মাধ্যমে সমাধান হবে না। আমাদের নিজেদেরই সামর্থ্য অনুযায়ী খেলতে হবে। স্পেন ম্যাচের চেয়েও ভালো খেলার সামর্থ্য আছে পর্তুগাল দলের। আমি আশাবাদী, মরক্কো ম্যাচে নিজেদের ভুলগুলো শুধরে নিতে পারব আমরা।’

মরক্কোকে যে হালকাভাবে নিচ্ছে না পর্তুগাল, তা সান্তোসের কথাতেই পরিষ্কার। ইতিহাসও বলছে, মরক্কোকে খাটো করে দেখার কোন সুযোগ নেই পর্তুগালের সামনে। ১৯৮৬ বিশ্বকাপে এই মরক্কোর কাছেই ৩-১ গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয়েছিল পর্তুগালকে। সেন্টার ব্যাক পেপেও বলেছেন, স্পেনের জন্য যেরকম প্রস্তুতি নিয়েছিলেন, মরক্কোর জন্যেও একই রকমভাবে প্রস্তুত হচ্ছেন তাঁরা, ‘আমাদের সর্বোচ্চটা দিয়ে খেলতে হবে। আমাদের প্রচুর দৌড়াতে হবে, কঠিন পরিশ্রম করে খেলতে হবে। কারণ ম্যাচটা মোটেও সহজ হবে না।’

মরক্কোর জন্য মূল চ্যালেঞ্জ হবে বিধ্বংসী ফর্মে থাকা রোনালদোকে আটকে রাখা। কোচ হার্ভ রেনার্ড বলছেন, রোনালদোকে আটকানোর সর্বোচ্চ চেষ্টাটুকুই করবেন তাঁরা, ‘রোনালদো যেন আগের ম্যাচের মতো অতিমানব হয়ে উঠতে না পারে, সেটা নিশ্চিত করার জন্য সম্ভাব্য সবকিছুই করতে হবে আমাদের।’

ডিফেন্ডার নাবিল দিরার এই ম্যাচকে দেখছেন ‘ফাইনাল’ ম্যাচ হিসেবেই, ‘আজ আমাদের জন্য ফাইনাল ম্যাচ। গুরুত্বপূর্ণ এই ম্যাচে জিততে মাঠে আমাদের সর্বোচ্চটা ঢেলে দেব আমরা।’

বাংলাদেশ সময় আজ সন্ধ্যা ৬ টায় মস্কোতে মুখোমুখি হবে গ্রুপ ‘বি’ এর এই দুই দল।

Comments

The Daily Star  | English

Gaza still bleeds

Intensified Israeli airstrikes on Gaza yesterday killed dozens on the eve of the first anniversary of its offensive in the besieged territory that has killed nearly 42,000 Palestinians and left the enclave in ruins.

5h ago