ঋণ ও আমানতে সুদের হার কমছে বেসরকারি ব্যাংকে
ঋণ ও আমানত উভয় ক্ষেত্রেই সুদের হার কমানোর সিদ্ধান্ত নিয়েছে বেসরকারি ব্যাংক মালিকদের সংগঠন বাংলাদেশ এসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি)। আগামী মাসের প্রথম দিন থেকে সুদের হারে পরিবর্তন হবে।
ঢাকায় আজ এক জরুরি বৈঠক থেকে সুদের হারে পরিবর্তন আনার সিদ্ধান্ত নেয় বিএবি। ঋণে সুদের হার কমে ৯ শতাংশ ও আমানতে সুদের হার কমে ৬ শতাংশ হবে।
বৈঠক শেষে বিএবি’র চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার সাংবাদিকদের বলেন, আগামী ১ জুলাই থেকে ঋণে সুদের হার ৯ শতাংশ ও ৩ মাসের আমানতে ৬ শতাংশ সুদ নির্ধারণের সিদ্ধান্ত হয়েছে।
বর্তমানে বেসরকারি ব্যাংকগুলো ১৪-১৫ শতাংশ সুদে ঋণ বিতরণ করছে।
আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের করপোরেট ট্যাক্স ৪০ শতাংশ থেকে কমিয়ে ৩৭.৫ শতাংশ করা হয়। সম্প্রতি বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছিলেন, ঋণে সুদের হার এক অঙ্কে নামিয়ে আনার জন্য করপোরেট ট্যাক্স কমানো হয়েছে।
এর আগে গত এপ্রিল মাসে ব্যাংকের সিআরআর ১ শতাংশ কমিয়ে ৫.৫ শতাংশ করার সিদ্ধান্ত নিয়েছিল সরকার।
Comments