ভবিষ্যদ্বাণী : উরুগুয়ে বনাম সৌদি আরব

মিশরের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে বেশ কিছু সহজ সুযোগ তৈরি করেছিল উরুগুয়ে। তবে স্ট্রাইকারদের ব্যর্থতায় গোলের দেখা পায়নি তারা। ভাগ্যক্রমে শেষ মুহূর্তে আত্মঘাতী গোলে পূর্ণ তিন পয়েন্ট মেলে তাদের।
ফিফা বিশ্বকাপ ফুটবল ভবিষ্যদ্বাণী

মিশরের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে বেশ কিছু সহজ সুযোগ তৈরি করেছিল উরুগুয়ে। তবে স্ট্রাইকারদের ব্যর্থতায় গোলের দেখা পায়নি তারা। ভাগ্যক্রমে শেষ মুহূর্তে ডিফেন্ডার হোসে মারিয়া গিমেনেজের গোলে স্বস্তির জয় মেলে তাদের। কিন্তু এদিন প্রতিপক্ষ যে সৌদি আরব। রক্ষণভাগে বড় দুর্বলতা দলটির। তাই ম্যাচে পরিষ্কারভাবেই এগিয়ে থাকবে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ে।

ম্যাচের ফলাফল কি হবে তা জানা যাবে ম্যাচ শেষে, তবে তার আগেই ফলাফলের ভবিষ্যদ্বাণী নিয়ে হাজির আমরা। পাশাপাশি দুই দলের সম্ভাব্য একাদশ, কৌশলও তুলে ধরা হলো-

কখন ?

বাংলাদেশ সময় রাত ৯টা, বুধবার, ২০ জুন

কোথায় ?

রোস্তভ অ্যারেনা, রোস্তভ-অন-ডন

নজরে থাকবেন যারা

উরুগুয়ের আক্রমণভাগের প্রধান ভরসা লুইস সুয়ারেজ। আগের ম্যাচে নিজের সেরা ছন্দে ছিলেন না। তবে যখন তখন ফর্মে ফেরার ক্ষমতা রাখেন তিনি। রয়েছেন এডিসন কাভানির মতো খেলোয়াড়। দারুণ ছন্দেও আছেন এ পিএসজি তারকা। এছাড়াও অ্যাতলেটিকো মাদ্রিদ ডিফেন্ডার দিয়েগো গোডিনও থাকছেন নজরে। আর সৌদি আরব তাকিয়ে থাকবে মোহাম্মদ আল শাহলাওয়ীর দিকে।

সম্ভাব্য একাদশ ও ম্যাচের কৌশল

উরুগুয়ে : (৪-৪-২) ফার্নান্দো মুসলেরা, গুইলারমো ভারেলা, দিয়েগো গোডিন, হোসে মারিয়া গিমেনেজ, মার্টিন ক্যাসেরাস, নাহিটান নানডেজ, মাটিয়াস ভেসিনো, গিওর্গিয়ান ডি আরাসকায়েটা, রদ্রিগো বেনটানকার, এডিনসন কাভানি ও লুইস সুয়ারেজ।

সৌদি আরব : (৪-২-৩-১) ইয়াসির আল মুসাইলেম, ইয়াসির আল-শাহরানি, ওসামা হাওসায়ি, ওমর হাওশাসায়ি, মানসুর আল-হারবি, আব্দুল্লাহ ওতায়েফ, ইয়াহইয়া আল সেহরি, তাইসির আল জসিম, সালমান আল ফরজ, সালেম আল দাওসারি ও মোহাম্মদ আল শাহলাওয়ী।

ভবিষ্যদ্বাণী : রাশিয়ার বিপক্ষে রীতিমতো বিধ্বস্ত হয়েছে সৌদি আরব। তাই আত্মবিশ্বাস তাদের তলানিতে। তবে এ ম্যাচে ফিরছেন লেফটব্যাক মানসুর আল-হারবি। রক্ষণে শক্তিটা বাড়বে। কিন্তু তারপরও সুয়ারেজ-কাভানিদের কতটুকু আটকাতে পারবেন সে সন্দেহটা থেকেই যায়। বড় অঘটন না হলে ম্যাচে উরুগুয়ের পাল্লাটাই ভারি।

সম্ভাব্য স্কোর : উরুগুয়ে ৩-০ সৌদি আরব

 

 

Comments

The Daily Star  | English

Israel resumes Gaza attacks

Israel's military said today it had resumed fighting in Gaza, with airstrikes and artillery fire reported in Gaza City, as a truce expired with no agreement to extend it

36m ago