মেসিকে আটকাতে ‘সহকারী কোচ’ রাকিটিচ!

ক্লাবে তাঁরা দুজন খেলেন একই দলে। লিওনেল মেসির খুঁটিনাটি তাই ভালোই জানার কথা ইভান রাকিটিচের। এটাই কাজে লাগাতে চাইছেন ক্রোয়েশিয়া কোচ ডালিচ। বলেছেন, মেসিকে আটকাতে তিন দিনের জন্য ‘সহকারী কোচ’ বানিয়েছেন রাকিটিচকে!
রাকিটিচ

ক্লাবে তাঁরা দুজন খেলেন একই দলে। লিওনেল মেসির খুঁটিনাটি তাই ভালোই জানার কথা ইভান রাকিটিচের। এটাই কাজে লাগাতে চাইছেন ক্রোয়েশিয়া কোচ ডালিচ। বলেছেন, মেসিকে আটকাতে তিন দিনের জন্য ‘সহকারী কোচ’ বানিয়েছেন রাকিটিচকে!

আগামীকাল গ্রুপ পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে শক্তিশালী আর্জেন্টিনার মুখোমুখি হবে ক্রোয়েশিয়া। তার আগে দলীয় কৌশল ঠিক করার ব্যাপারে রাকিটিচের শরণাপন্ন হচ্ছেন ডালিচ। মেসিকে কীভাবে মাঠেই হতাশ করে দেয়া যায়, সে ব্যাপারে রাকিটিচের কাছে টিপস চেয়েছেন ডালিচ, ‘তিনদিনের জন্য রাকিটিচকে আমার সহকারী বানিয়ে নিয়েছি। মেসিকে কীভাবে আটকাতে হবে, সে ব্যাপারে ওর কাছে পরামর্শ নেব।’

‘আমি সবসময়ই আমার খেলোয়াড়দের থেকে এমন সাহায্য নিয়ে থাকি। খেলোয়াড়দের সাথে যোগাযোগ করতে পছন্দ করি আমি। ওরা আমাকে যেসব পরামর্শ দেয় তা আমি খুশি মনে গ্রহণ করি।’

‘ইভান নিজেও এটা পছন্দ করে। ওর কাছ থেকে যেসব তথ্য পাব, তা নিশ্চিতভাবেই কাজে লাগাবো আমি।’

শুধু রাকিটিচ নন, একই কাজে মদ্রিচ ও কোভাচিচকেও ব্যবহার করছেন ডালিচ, ‘লুকা ও কোভাচিচও আমাকে সাহায্য করছে। মেসির বিপক্ষে তাঁরা অনেকবার খেলেছে, তাঁদের সাবেক কোচ জিদানও নিশ্চয়ই তাঁদের থেকে এমন তথ্য নিতেন।’

তবে মেসির উপর অতিরিক্ত ফোকাস করে নিজেদের কৌশল গুলিয়ে ফেলতে চান না ডালিচ, ‘লিওনেল মেসিকে থামানোর মতো সম্পূর্ণ নিখুঁত কোন উপায় নেই। আগের ম্যাচেও সে ১০ বার শট নিয়েছে। আমাদের দলীয় সমন্বয় দিয়ে ওকে নিষ্ক্রিয় করে রাখতে হবে।’

‘আমার মতে লিও বিশ্বের সেরা খেলোয়াড়। কিন্তু একজন গ্রেট খেলোয়াড় যা করতে পারেন, একটি দল সেই একই কাজ আরও ভালোভাবে করতে পারে।’

আইসল্যান্ডের সাথে ড্র করায় এই ম্যাচে আর্জেন্টিনাই বেশি চাপে থাকবে বলে মনে করছেন ডালিচ, ‘নিশ্চিতভাবেই তারা আইসল্যান্ডের বিপক্ষে ড্র প্রত্যাশা করেনি। আমাদের বিপক্ষে খেলতে নামার সময় তাদের মাথায় তিন পয়েন্ট পাওয়ার চিন্তা থাকবে। এটাই তাদের আরও চাপে ফেলে দেবে। কিন্তু বড় দলগুলোর এটাই বৈশিষ্ট্য, চাপে তারা ভেঙ্গে পড়ে না। আর্জেন্টিনা নিশ্চিতভাবেই আমাদের জন্য প্রস্তুত হয়েই মাঠে নামবে।’  

 

Comments

The Daily Star  | English

Saber Hossain Chowdhury arrested

The Detective Branch of police arrested former environment minister Saber Hossain Chowdhury from the capital’s Gulshan area today

1h ago