সমালোচনার পর মাইক্রোবাস পেলেন মেয়েরা
লোকাল গাড়িতে করে নারী ক্রিকেটারদের অনুশীলনে যাওয়ার ছবি নিয়ে সমালোচনার পর টনক নড়েছে বিসিবির। চট্টগ্রামে প্রস্তুতিতে থাকা নারী ক্রিকেটারদের হোটেল থেকে মাঠ যাওয়ার জন্য এবার দেওয়া হয়েছে শীতাতপ নিয়ন্ত্রিত মাইক্রোবাস।
বুধবার সকালে লোকাল বাসে গেলেও ফেরার সময় মেয়েরা পেয়েছেন শীতাতপ নিয়ন্ত্রিত মাইক্রোবাস। আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশকে প্রথম শিরোপা পাইয়ে দেওয়া নারী ক্রিকেটারদের নিম্নমানের বাসে করে অনুশীলনে যাওয়ার ছবি ছড়িয়ে পড়লে সমালোচনা তৈরি হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে।
আগের খবর: সেই মেয়েরাই এমন বাসে!
গত ১০ জুন মালোয়েশিয়ায় ভারতকে হারিয়ে টি-টোয়েন্টি এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয়ে দেশে ফেরে বাংলাদেশের মেয়েরা। ছেলে ও মেয়ে মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে এটাই বাংলাদেশের প্রথম কোন শিরোপা। দেশে ফেরার পর বেতন-ভাতা বৃদ্ধি সহ কাড়ি কাড়ি পুরস্কারের প্রতিশ্রুতি পান সালমা-রুমানারা। জয়ী দলের সদস্যদের সবাইকে ১০ লাখ করে দেওয়ার ঘোষণা দেয় বিসিবি।
বাংলাদেশের নারী দলের পরের সিরিজ আয়ারল্যান্ডে। ২৮ জুন থেকে স্বাগতিক মেয়েদের সঙ্গে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে সালমা খাতুনের দল।
Comments