নির্বাচনকালীন সরকার সম্ভবত অক্টোবরে: ওবায়দুল কাদের
আগামী অক্টোবরে নির্বাচনকালীন সরকার গঠনের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ (২০ জুন) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সেতুমন্ত্রী ও ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ কথা বলেন।
মন্ত্রী জানান, নির্বাচন কমিশন জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পর নির্বাচনকালীন সরকার গঠন করা হবে।
ওবায়দুল কাদেরের বরাত দিয়ে বার্তা সংস্থা ইউএনবি জানায়, এটি নতুন কোনো সরকার হবে না। বর্তমান সরকারের হাতেই দায়িত্ব থাকবে। তবে সে সময় মন্ত্রিপরিষদ আরও ছোট রাখা হবে।
বিএনপির আন্দোলন সম্পর্কে তার মন্তব্য, “আন্দোলন শুরু করার জন্যে দলটির কোনো প্রস্তুতি নেই। জনগণ তাদের ডাকে সাড়া দেয়নি।”
আগামী নির্বাচনে বিএনপির অংশ গ্রহণের বিষয়ে সেতুমন্ত্রী বলেন, “নির্বাচনে বিএনপি যদি অংশ না নেয় তাহলে বলা যাবে না যে নির্বাচন এক তরফা হয়েছে। আরও অনেক রাজনৈতিক দল রয়েছে যারা নির্বাচনে অংশ নিবে। এটি একটি অংশগ্রহণমূলক নির্বাচন হবে।”
সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি অংশ নিলেও জাতীয় নির্বাচনে অংশ নিতে দলটি ভয় পাচ্ছে বলে মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
সারাদেশে সড়কের অবস্থা সম্পর্কে মন্ত্রী বলেন, সড়কের সমস্যাগুলো দ্রুতই দূর করা হবে। ঈদুল ফিতর উদযাপনে সবাই যেমন সুন্দরভাবে বাড়ি যেতে পেরেছিলেন তেমনি আগামী ঈদুল আজহাতেও পারবেন বলে আশা প্রকাশ করেন ওবায়দুল কাদের।
Comments