রোনালদোর নতুন ইতিহাস

আগের ম্যাচেই রেকর্ডটা স্পর্শ করে রেখেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। বুধবার শুধুই নিজের করে নিলেন। ইউরোপের সর্বোচ্চ গোলদাতাই এখন পর্তুগাল অধিনায়ক। বিশ্বকাপে মরক্কোর বিপক্ষে গোল দিয়ে হাঙ্গেরির কিংবদন্তী ফেরেঙ্ক পুসকাসকে ছাড়িয়ে গেলেন সিআর সেভেন।

আগের ম্যাচেই রেকর্ডটা স্পর্শ করে রেখেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। বুধবার শুধুই নিজের করে নিলেন। ইউরোপের সর্বোচ্চ গোলদাতাই এখন পর্তুগাল অধিনায়ক। বিশ্বকাপে মরক্কোর বিপক্ষে গোল দিয়ে হাঙ্গেরির কিংবদন্তী ফেরেঙ্ক পুসকাসকে ছাড়িয়ে গেলেন সিআর সেভেন।

লুঝনিকিতে এদিন ম্যাচের চতুর্থ মিনিটেই গোল করেন রোনালদো। জোয়াও মুতিনহোর নেওয়া কর্নার বক্সের মধ্যে নিচু হয়ে হেড করে দেন তিনি। গোলরক্ষক গোলরক্ষক এল কাজুই কিছু বুঝে ওঠার আগেই বল জড়িয়ে যায় জালে। উল্লাসে মাতে পর্তুগাল। উল্লাসে মাতেন রোনালদো।

আন্তর্জাতিক ম্যাচে এখন রোনালদোর গোল ৮৫টি। ছাড়িয়ে গেছেন পুসকাসের ৮৪ গোলকে। ফলে ইউরোপের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা এখন এ রিয়াল মাদ্রিদ তারকা। ১৯৪৫ থেকে ১৯৫৬ সাল পর্যন্ত হাঙ্গেরির হয়ে ৮৫ ম্যাচ খেলে ৮৪ গোল করেছিলেন পুসকাস। এরপর স্পেনের হয়ে খেলেন দুই বছর। কিন্তু ৪টি ম্যাচ খেললেও গোল পাননি।

প্রায় ৬০ বছর ধরে ইউরোপের ইতিহাসে সর্বোচ্চ আন্তর্জাতিক গোলের মালিক ছিলেন পুসকাস। এদিন তাকে দ্বিতীয় স্থানে নামিয়ে দিলেন রোনালদো। আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ গোলদাতা হতেও খুব বেশি বাকি নেই তার। ১০৯ গোল দিয়ে তার সামনে আছেন ইরানের কিংবদন্তি সাবেক ফুটবলার আলি দাইয়ি।

১৪৯ ম্যাচ খেলে ১০৯ গোল করেছিলেন দাইয়ি। রোনালদো অবশ্য ম্যাচের দিকে তাকে ছাড়িয়ে গিয়েছেন। ১৫২ ম্যাচে ৮৫ গোল করেছেন তিনি। তার বয়স এখন ৩৩ বছর। তবে ফিটনেসটা দারুণভাবেই ধরে রেখেছেন তিনি। ফর্মের যে ধারা তাতে আরও দুই বছর অনায়াসেই খেলতে পারবেন। তাতে আন্তর্জাতিক রেকর্ডটিও হয়তো নিজের করে নিবেন এ সুপারস্টার।

এর আগে তিনটি বিশ্বকাপ খেলেছেন রোনালদো। প্রতিবার একটি করে গোল দিয়ে মোট ছিল ৩টি। কিন্তু চলতি বিশ্বকাপের প্রথম দুই ম্যাচেই ৪ গোল। আগের ম্যাচে স্পেনের বিপক্ষে করেছেন হ্যাটট্রিক। তাতে চলতি আসরের গোল্ডেন বুটটাও বগলদাবা করার পথেই আছেন এ রিয়াল মাদ্রিদ তারকা।

আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলদাতা 

আলি দাই (ইরান)- ১০৯

ক্রিস্তিয়ানো রোনালদো (পর্তুগাল) – ৮৫

ফেরেঙ্ক পুসকাস (হাঙ্গেরি/স্পেন)- ৮৪

কুনিশিগে কামামোতো (জাপান)- ৮০

গডফ্রে চিতালু (জাম্বিয়া)- ৭৯

Comments

The Daily Star  | English
Sheikh Hasina's Sylhet rally on December 20

Hasina doubts if JP will stay in the race

Prime Minister Sheikh Hasina yesterday expressed doubt whether the main opposition Jatiya Party would keep its word and stay in the electoral race.

42m ago