বাংলাদেশে আসবেন ‘সাদা পেলে’ জিকো
বিশ্বকাপের পর বাংলাদেশে আসবেন ব্রাজিলের ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার জিকো। খেলোয়াড়ি জীবনে যিনি ‘সাদা পেলে’ বলে খ্যাত ছিলেন। শুধু তাই নয় কিংবদন্তি এই ফুটবলারের সঙ্গে ২০০২ বিশ্বকাপ জয়ী রোনালদিহোও বাংলাদেশে আসতে পারেন বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত হোয়াও তাবারেজ ডি অলিভিয়ারা জুনিয়র।
ব্রাজিল সমর্থনের উন্মাদনা দেখতে বাংলাদেশে আসেন ব্রাজিলের বিখ্যাত ‘গ্লোবো’ টেলিভিশন চ্যানেলের তিন সাংবাদিক। তাদেরকে নিয়ে বুধবার সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময়ের আয়োজন করে ব্রাজিল দূতাবাস। সেখানেই জিকোর বাংলাদেশে আসার খবর দেন রাষ্ট্রদূত অলিভিয়ারা, ‘বিশ্বকাপের পর জিকো কিছুদিন ফ্রি থাকবেন। সেই সময় তিনি বাংলাদেশে আসবেন। বাংলাদেশে আগমন নিয়ে তার সঙ্গে কথা হয়েছে। তিনি আসতে সম্মত।’
কেবল জিকোই নয়, রোনালদিনহোসহ আরও কয়েকজন ব্রাজিলিয়ান সুপারস্টারকে বাংলাদেশে আনার চেষ্টা চালানোর কথা জানান রাষ্ট্রদূত, ‘রোনালদিনহো, রাই এরাও আসতে পারেন। অনেকের সঙ্গেই আমাদের আলোচনা হচ্ছে।’
ব্রাজিলের ফুটবল ইতিহাসে শুরুর তালিকায় থাকবেন জিকো আর রোনালদিনহো। ১৯৮২ সালের বিশ্বকাপে যাওয়া ব্রাজিল দলটিকে বলা হয় ইতিহাসেরই সেরা। সে দলেরই সৃষ্টিশীল মিডফিল্ডার ছিলেন। যদিও দুর্দান্ত দল নিয়েও বিশ্বকাপ জেতা হয়নি তাদের। আর রোনালদিহো তো বিশ্বকাপ জয়ী তারকা। ২০০২ বিশ্বকাপে ব্রাজিলের জয়ে বড় ভূমিকা ছিল জাদুকরি ফুটবলে মন মাতানো রোনালদিহোর।
অনুষ্ঠানে ব্রাজিলের বর্তমান দলের সবার স্বাক্ষর করা একটি জার্সি সংবাদ সম্মেলনে তুলে ধরেন গ্লোভা টিভির প্রতিনিধি দল। তাদের একজন ক্লেটন বাংলাদেশে ব্রাজিলের সমর্থনের প্রতি উন্মাদনা দেখে রীতিমতো অভিভূত, ‘আমি বিশ্বের অনেক দেশে ঘুরেছি। বাংলাদেশের মতো এত ব্রাজিল সমর্থন কোথাও দেখিনি। বাংলাদেশে এত পতাকা, এত ব্রাজিলের জার্সি দেখে মনে হয়েছে সাও পাওলো বা রিওতে আছি।
Comments