নেইমারের ব্যথা নিয়ে চিন্তার কিছু নেই : কৌতিনহো

খবরটা শোনার পর ব্রাজিল সমর্থকদের মনে নিশ্চয়ই কু ডাক ডেকে গিয়েছিল। গতবারও ঘরের মাঠে বিশ্বকাপ জয়ের স্বপ্ন জলাঞ্জলি দিতে হয়েছিল নেইমার ইনজুরিতে পড়ার পর। চার বছর পর আরও একবার বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর দেশটি।
Neymar

খবরটা শোনার পর ব্রাজিল সমর্থকদের মনে নিশ্চয়ই কু ডাক ডেকে গিয়েছিল। গতবারও ঘরের মাঠে বিশ্বকাপ জয়ের স্বপ্ন জলাঞ্জলি দিতে হয়েছিল নেইমার ইনজুরিতে পড়ার পর। চার বছর পর আরও একবার বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর দেশটি। কিন্তু এরই মধ্যে খবর ছড়ায়, গত মঙ্গলবার অনুশীলনে গোড়ালিতে ব্যথা অনুভব করায় খোঁড়াতে খোঁড়াতে মাঠ ছেড়েছেন নেইমার। কিন্তু ফিলিপে কৌতিনহো বলছেন, নেইমারের ব্যথা নিয়ে দুশ্চিন্তার কিছু নেই।

সেন্ট পিটার্সবার্গে কোস্টারিকার বিপক্ষে ম্যাচের আগে নেইমারের ব্যথা নিয়ে চিন্তিত মনে হচ্ছে না গত মৌসুমেই বার্সেলোনায় যোগ দেয়া এই ব্রাজিলিয়ানকে, ‘আপনারা যে দেখেছেন, আমিও তাই দেখেছি। ওর সাথে এই বিষয়ে এখনও কথা হয়নি আমার। অনুশীলন সেশনের একদম শেষ দিকে ঘটেছে ঘটনাটি। আমার মনে হয় ও কিছুটা ব্যথা পেয়েছিল, কিন্তু তেমন গুরুতর কোন ব্যথা নয়।’

সুইজারল্যান্ডের বিপক্ষে ব্রাজিলের হয়ে একমাত্র গোল করা কৌতিনহো বলছেন, কোন নির্দিষ্ট ব্যক্তি বিশেষের উপর নয়, বরং দলগতভাবে পারফর্ম করার উপরেই জোর দিচ্ছেন তারা, ‘অবশ্যই আমরা দলগতভাবে খেলার উপর জোর দিচ্ছি। এক বা দুইজন খেলোয়াড় হয়তো সাময়িক প্রভাব ফেলতে পারে, তবে দল হয়ে খেলতে পারাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা এভাবেই চিন্তা করছি। আমাদের যা যা করতে হবে, ঠিক সেটাই করবো আমরা।’

এর আগে কোচ তিতে ইঙ্গিত দিয়েছিলেন, কোস্টারিকার বিপক্ষে সতর্কতার অংশ হিসেবে না ও খেলানো হতে পারে নেইমারকে। এই বিষয়ে নিশ্চিত করে কিছু বলতে না পারলেও কৌতিনহোর আশা, সামনের ম্যাচে খেলার মতো ফিট থাকবেন নেইমার, ‘নেইমার বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়। ও দলের জন্য বড় সম্পদ। ও খেললে আমাদের জন্য অনেক সাহায্য করে। ও খুবই সাহসী, প্রতিপক্ষের মোকাবেলা করতে মুখিয়ে থাকে সবসময়। সবসময় সুযোগ তৈরি করার চেষ্টায় থাকে। ওর উপস্থিতি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।’

প্রথম ম্যাচ থেকে তিন পয়েন্ট তুলতে না পারায় কিছুটা হলেও চাপে আছে ব্রাজিল। তবে বেশি চাপ নেয়ার কিছু দেখছেন না কৌতিনহো, ‘পরের ম্যাচটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। আমরা প্রথম ম্যাচটা জিততে চেয়েছিলাম। কিন্তু শেষ পর্যন্ত ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে। এখন আমাদের হাতে আরেকটা সুযোগ আছে। আমার মনে হয় দারুণ একটি ম্যাচ হবে এটি। আমাদের ফোকাসড থাকতে হবে। মানসিকভাবে শক্ত থাকতে হবে যেন ভালো একটি ম্যাচ খেলতে পারি। আমাদের দায়িত্ব নিয়ে খেলতে হবে, কারণ আমরা ব্রাজিলের জার্সি গায়ে খেলব। আমাদের সাহসী হতে হবে, একইসাথে নির্ভারও থাকতে হবে।’

Comments

The Daily Star  | English

Ban on plastic bags a boon for eco-friendly sacks

Availability of raw materials now a challenge

2h ago