আর্জেন্টিনা বনাম ক্রোয়েশিয়া : ভবিষ্যদ্বাণী, একাদশ ও রেকর্ড

রীতিমতো দেয়ালে পিঠ ঠেকার মতো অবস্থা। জিততেই হবে। হারলে যে সম্ভাবনা থাকছে না, তাও নয়। কিন্তু সেটা ঝুলে থাকবে ভাগ্যের সুতোয়। তাই জয়কেই একমাত্র লক্ষ্য মেনে মাঠে নামছে আর্জেন্টিনা। প্রতিপক্ষ ক্রোয়েশিয়া। আগের ম্যাচে দারুণ খেলেছে দলটি। জয়টা তাই দুরূহই হবে লিওনেল মেসির দলের জন্য।
আর্জেন্টিনা বনাম ক্রোয়েশিয়া ম্যাচ

রীতিমতো দেয়ালে পিঠ ঠেকার মতো অবস্থা। জিততেই হবে। হারলে যে সম্ভাবনা থাকছে না, তাও নয়। কিন্তু সেটা ঝুলে থাকবে ভাগ্যের সুতোয়। তাই জয়কেই একমাত্র লক্ষ্য মেনে মাঠে নামছে আর্জেন্টিনা। প্রতিপক্ষ ক্রোয়েশিয়া। আগের ম্যাচে দারুণ খেলেছে দলটি। জয়টা তাই দুরূহই হবে লিওনেল মেসির দলের জন্য।

ম্যাচের ফলাফল কি হবে তা জানা যাবে ম্যাচ শেষে, তবে তার আগেই ফলাফলের ভবিষ্যদ্বাণী নিয়ে হাজির আমরা। পাশাপাশি দুই দলের সম্ভাব্য একাদশ, কৌশলও তুলে ধরা হলো-

কখন ?

বাংলাদেশ সময় রাত ১২টা, বৃহস্পতিবার, ২১ জুন

কোথায়?

নিঝনি নোভগোরোদ স্টেডিয়াম, নিঝনি নোভগোরোদ

নজরে থাকবেন যারা

নিঃসন্দেহে ম্যাচের সেরা তারকা মেসি। সাম্প্রতিক সময়ে দারুণ ছন্দে আছেন। যদিও আগের ম্যাচে বারে ১১টি শট নিয়েও গোল পাননি। পেনাল্টিও মিস করেছেন। তবে দুর্ভাগ্য তো প্রতিদিন বয়ে বেড়াবেন না। তারপরও অতিরিক্ত মেসি নির্ভরতা আর্জেন্টিনার বড় দুর্বলতাও বটে। কারণ মেসিকে আটকে অনেক ম্যাচেই জয় তুলে নিয়েছে দুর্বল প্রতিপক্ষও। নজর কাড়তে পারেন আগুয়েরোও।

মধ্যমাঠে বর্তমান সময়ের সেরা তারকা লুকা মদ্রিচ ক্রোয়েশিয়ার প্রাণ ভোমরা। তবে ইভান রকিতিচ, মারিও মান্দজুকিচরাও ম্যাচে পার্থক্য গড়ে দেওয়ার ক্ষমতা রাখেন।

সম্ভাব্য একাদশ ও ম্যাচের কৌশল

আর্জেন্টিনা : (৪-৩-৩) কাবায়েরো, ওটামেন্ডি, মারকাদো, ত্যাগলিয়াফিকো, সালভিও, মাশ্চেরানো,  আকুনা, মেজা, মেসি, পাভন, আগুয়েরো।

ক্রোয়েশিয়া : (৪-২-৩-১) সুবাসিচ, ভ্রাসালজকো, লোভরেন, ভিদা, স্ট্রিনিচ, রকিতিচ, বাদেলজ, ব্রোজোভিচ, মদ্রিচ, পেরিসিচ, মান্দজুকিচ। 

ভবিষ্যদ্বাণী : নিজেদের শেষ ম্যাচের ফলাফলে এগিয়ে আছে ক্রোয়েশিয়া। মাঠেও দারুণ খেলেছে তারা। আর আইসল্যান্ডের বিপক্ষে নিজেদের ছায়া হয়েই ছিল আর্জেন্টাইনরা। মূলত আইসদের জমাট ডিফেন্সে আটকে গিয়েছে দলটি। ক্রোয়েশিয়ার মূল শক্তি মাঝ মাঠ। আক্রমণাত্মক খেলতে চাইবে তারা। তাই গোলের সুযোগ থাকছে দুই দলেরই। মেসির মতো খেলোয়াড় নিজের ছন্দে খেলতে পারলে উড়ে যেতে পারে যে কোন প্রতিপক্ষ। তাই জয়ের পাল্লাটা আর্জেন্টিনার পক্ষেই ভারী। 

সম্ভাব্য স্কোর : আর্জেন্টিনা ২-১ ক্রোয়েশিয়া

অতিরিক্ত সংযোজন :

১) এ নিয়ে পঞ্চমবারের মতো মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও ক্রোয়েশিয়া। এর আগের চার মোকাবেলায় দুই বার জিতেছে আর্জেন্টিনা, একবার ক্রোয়েশিয়া। অপর লড়াইটি ড্র।

২) বিশ্বকাপে দলদু’টি এর আগে একবার মুখোমুখি হয়েছে। ১৯৯৮ সালে সেবার মাওরিসিও পিনেদার গোলে জয় পেয়েছিল আর্জেন্টিনা।

৩) বিশ্বকাপে এখন পর্যন্ত কোন ল্যাটিন অ্যামেরিকার দলের বিপক্ষে জিততে পারেনি ক্রোয়েশিয়া। আগের চারবারই হেরেছে দলটি।

৪) ক্রোয়েশিয়ার বিপক্ষে এর আগে দুটি ম্যাচ খেলেছেন মেসি। দুই ম্যাচেই গোল করেছেন। যার একটি ছিল ২০০৬ সালে মেসির প্রথম বিশ্বকাপ ম্যাচ।

৫) আগের ম্যাচে বারে ১১টি শট নিয়েছিলেন মেসি, তবে গোল করতে পারেননি। বিশ্বকাপের ইতিহাসে গোল না করে বারে এতোগুলো শট নেওয়ার রেকর্ড এটা।

৬) ২৫ জুন ২০১৪ সালে নাইজেরিয়ার বিপক্ষে শেষবার বিশ্বকাপে গোল দিয়েছিলেন মেসি। এরপর বারে ২১টি শট নিয়েও গোল বঞ্চিত এ সুপারস্টার।

৭) নিজেদের প্রথম ম্যাচে আর্জেন্টিনা আইসল্যান্ডের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে। সর্বশেষ ১৯৭৪ সালে গ্রুপ পর্বে প্রথম দুই ম্যাচে জয় পায়নি আর্জেন্টিনা।

৮) নিজেদের প্রথম ম্যাচে নাইজেরিয়ার বিপক্ষে জয় পেয়েছে ক্রোয়েশিয়া। ১৯৯৮ সালের পর তারা কখনোই টানা দুটি ম্যাচে জয় পায়নি।

Comments

The Daily Star  | English

Metro rail services on the Agargaon-Motijheel route suspended

However, train movement from Uttara North to Agargaon section is normal

1h ago