কোস্টারিকার বিপক্ষে ব্রাজিলের অধিনায়ক সিলভা

অদ্ভুত এক কৌশল অনুসরণ করছেন ব্রাজিল দলের কোচ তিতে। চলতি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে সুইজারল্যান্ডের বিপক্ষে অধিনায়কের দায়িত্ব দিয়েছিলেন রিয়াল মাদ্রিদ তারকা মার্সেলোর হাতে। এক ম্যাচে না যেতেই এবার আর্ম ব্যান্ড দিয়েছেন থিয়াগো সিলভার হাতে। শুক্রবার কোস্টারিকার বিপক্ষে ব্রাজিল দলের নেতৃত্ব দিবেন পিএসজির এ ডিফেন্ডার।

অদ্ভুত এক কৌশল অনুসরণ করছেন ব্রাজিল দলের কোচ তিতে। চলতি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে সুইজারল্যান্ডের বিপক্ষে অধিনায়কের দায়িত্ব দিয়েছিলেন রিয়াল মাদ্রিদ তারকা মার্সেলোর হাতে। এক ম্যাচ না যেতেই এবার আর্মব্যান্ড দিয়েছেন থিয়াগো সিলভার হাতে। শুক্রবার কোস্টারিকার বিপক্ষে ব্রাজিল দলের নেতৃত্ব দিবেন পিএসজির এ ডিফেন্ডার।

গত বিশ্বকাপে দলের নিয়মিত অধিনায়ক ছিলেন থিয়াগো সিলভা। তার নেতৃত্বে দুর্দান্ত খেলছিল দলটি। কিন্তু সেমিফাইনাল ম্যাচের আগে তিন হলুদ কার্ড দেখায় নিষেধাজ্ঞার কবলে পড়েন তিনি। সে ধাক্কাটা বেশ জোরালোভাবেই খেয়েছিল ব্রাজিল। জার্মানির কাছে ৭-১ গোলে বিধ্বস্ত হয় সেলেকাওরা।

ব্রাজিল বিশ্বকাপের পরই সিলভাকে বাদ দিয়ে নেইমারকে অধিনায়ক করেন দুঙ্গা। তবে এরপরও দলের নেতৃত্ব দিয়েছিলেন সিলভা। বছর খানেক আগে আর্জেন্টিনার বিপক্ষে প্রীতি ম্যাচে শেষবার জাতীয় দলের নেতৃত্ব দিয়েছিলেন তিনি। সে ম্যাচে সেলেকাওরা হেরেছিল ০-১ গোলে।

তিতের অধীনে ব্রাজিল দলের বেশিরভাগ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন দানিয়েল আলভেজ। কিন্তু হাঁটুর ইনজুরিতে পড়ায় বিশ্বকাপ মিস করেছেন তিনি। ইনজুরি থেকে সম্পূর্ণ সুস্থ হতে পারেননি নিয়মিত অধিনায়ক নেইমারও। তাই বাধ্য হয়েই ভিন্ন ভিন্ন খেলোয়াড়ের হাতে নেতৃত্বের ভার দিতে হচ্ছে তিতেকে। বাছাই পর্ব থেকেই ভিন্ন ভিন্ন ম্যাচে ভিন্ন ভিন্ন খেলোয়াড়কে অধিনায়ক করছেন তিনি। 

এদিকে আগের ম্যাচে সুইজারল্যান্ডের বিপক্ষে প্রত্যাশা অনুযায়ী খেলতে পারেনি ব্রাজিল। এগিয়ে থেকেও শেষ পর্যন্ত পয়েন্ট ভাগাভাগি করতে হয়েছে তাদের। দ্বিতীয় রাউন্ডে যেতে শুক্রবার তাই জয় ছাড়া কিছুই ভাবছে না দলটি।

 

 

  

Comments