'ম্যারাডোনার চেয়ে আলোকবর্ষ এগিয়ে মেসি'
কি কুক্ষণে সের্জিও রামোসকে খোঁচাতে গিয়েছিলেন আর্জেন্টাইন কিংবদন্তি দিয়াগো ম্যারাডোনা। এবার তার জবাবটা বেশ কড়া ভাষায় দিয়েছেন স্প্যানিশ অধিনায়ক। ক্লাব প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসিকেও এগিয়ে রেখেছেন ম্যারাডোনার থেকে। তাও কি না বহু আলোকবর্ষ এগিয়ে!
বর্তমান বিশ্বের সেরা ডিফেন্ডারই মানা হয় রামোসকে। কিন্তু তার চেয়ে উরুগুয়ের দিয়াগো গডিনকে এগিয়ে রেখেছিলেন ম্যারাডোনা। আর্জেন্টাইন টিভি চ্যানেল তেলেসুরকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, ‘ম্যাচে রিয়াল মাদ্রিদ ও স্প্যানিশ ডিফেন্ডার রামোসের চেয়ে দিয়াগো গডিনের মনোযোগ বেশি থাকে। আমার কাছে উরুগুয়ের এ খেলোয়াড়ই বেশি ভালো, প্রকৃত দলনেতা।’
আর তার এ কথাগুলো পছন্দ হয়নি রামোসের। যেই মেসিকে সবসময় পিছিয়ে রাখতেন তাকেই ঠেলে এগিয়ে আনলেন তিনি, ‘আর্জেন্টিনার মানুষ জানে যে তাদের ফুটবল ইতিহাসের সর্বকালের সেরা ফুটবলারের চেয়ে দিয়াগো ম্যারাডোনা বহু আলোকবর্ষ দূরে আছেন। আমার মতে আর্জেন্টিনার ফুটবল ইতিহাসের সেরা খেলোয়াড় লিওনেল মেসি।’
শুধু তাই বলেই ক্ষান্ত হননি রামোস, ম্যারাডোনাকে রীতিমতো পাগল বলে ছেড়েছেন, ‘তার (ম্যারাডোনা) কথার কোন মানে দাঁড়ায় না। সে মহান খেলোয়াড়, আমি তাঁকে শ্রদ্ধাও করি। কিন্তু আমার কাছে একজন পাগলের মতোই।’
অথচ সাদামাটা একটা দল নিয়ে প্রায় একাই আর্জেন্টিনাকে বিশ্বকাপ জিতিয়েছিলেন ম্যারাডোনা। কিন্তু মেসি ক্লাবে ভুরিভুরি শিরোপা জিতলেও জাতীয় দলের হয়ে ব্যর্থ। তাই পুরো বিশ্বে জনপ্রিয়তা থাকলেও আর্জেন্টিনায় তেমনটা নন মেসি। ৩২ বছর ধরে শিরোপা বঞ্চিত দলটি।
আগের রাতে ইরানের বিপক্ষে ১-০ গোলের স্বস্তির জয় পেয়েছে স্পেন। কষ্টার্জিত জয় হলেও তাতে দারুণ খুশি রামোস, ‘আমরা খুশি। আর একধাপ এগিয়ে গেলাম। এখন আমাদের চেষ্টা থাকবে গ্রুপ সেরা হওয়ার। সেটাই আমাদের লক্ষ্য। তবে আমি মনে করি আমাদের উন্নতির অনেক জায়গা রয়েছে।’
Comments