সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ১০

Road Accident logo
প্রতীকী ছবি। স্টার ডিজিটাল গ্রাফিক্স

সিরাজগঞ্জের রাইগঞ্জ উপজেলায় যাত্রীবাহী একটি বাস আজ (২২ জুন) সকালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে গেলে অন্তত দুজন নিহত এবং ১০ জন আহত হয়েছেন।

পুলিশের বরাত আমাদের পাবনা সংবাদদাতা এ খবর জানান।

হাতিকুমরুল মহাসড়ক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল কাদের জিলানি জানান, সকাল সাড়ে ৮টার দিকে ভূঁইয়াগাতি এলাকায় বগুড়াগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে গেলে ঘটনাস্থলে দুজন মারা যান।

এরপর, স্থানীয় জনগণ ও পুলিশ সদস্যরা আহতদের উদ্ধার করে রাইগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করান বলেও উল্লেখ করেন জিলানি।

Comments