মেসিকে বিচ্ছিন্ন করে রাখাই ছিল আমাদের পরিকল্পনা: মদ্রিচ
ক্রোয়েশিয়া কোচ ডালিচ আগের দিনই বলেছিলেন, একজন ভালো খেলোয়াড় একটি কাজ যত ভালোভাবে করতে পারেন, একটি দল সেই একই কাজ আরও ভালোভাবে করতে পারে। তাঁর কথা থেকেই বোঝা গিয়েছিল, দল হিসেবে খেলেই মেসিকে নিষ্ক্রিয় করে রাখার পরিকল্পনা আঁটছে ক্রোয়েশিয়া। এবার ক্রোয়াট অধিনায়ক লুকা মদ্রিচও জানালেন, মাঠে মেসিকে সতীর্থদের থেকে বিচ্ছিন্ন করে রাখাই ছিল তাঁদের পরিকল্পনা।
আর্জেন্টিনার এমন শোচনীয় হারের পেছনে মেসির ব্যর্থতা নয়, বরং নিজেদের পরিকল্পনাকে ঠিকঠাকভাবে কাজে লাগানোকেই মূল কারণ বলছেন এই রিয়াল মাদ্রিদ সুপারস্টার। পুরো ম্যাচেই যেন মেসিকে বাকিদের চেয়ে বিচ্ছিন্ন লেগেছে। মেসির পা পর্যন্ত যেন বল পৌঁছাতেই পারছিল না। মদ্রিচ বলছেন, এটা মেসির ব্যর্থতা নয়, বরং এটাই ছিল তাঁদের পরিকল্পনা। আর সেই পরিকল্পনা শতভাগ বাস্তবায়ন করতে পেরেছেন তারা।
টানা দুই ম্যাচে গোল পাওয়া ক্রোয়েশিয়া অধিনায়ক ম্যাচ শেষে বলেছেন, ‘আর্জেন্টিনার এমন বাজে পারফরম্যান্স ও এই ফলাফল কোন কাকতালীয় বিষয় নয়। এটা আমাদের গেম প্ল্যানেরই অংশ। পুরো মাঠ জুড়েই আমরা সলিড ছিলাম, বিশেষ করে যখন আমাদের পায়ে বল ছিল না তখন।’
‘প্রথমার্ধে যখন আর্জেন্টিনার পায়ে বল ছিল, তখন আমরা মেসিকে বাকিদের থেকে আলাদা করে ফেলেছিলাম। কারণ মেসিই সবচেয়ে বিপজ্জনক খেলোয়াড়। ওর কাছে যেন বল পৌঁছাতে না পারে সেটা নিশ্চিত করেছিলাম আমরা। ওকে পাস দেয়ার পথ আটকে দিয়েছিলাম। আমরা চেয়েছিলাম মেসি যেন কোনভাবেই বল না পায়, তাহলেই ওদের সৃষ্টিশীলতা নষ্ট হয়ে যাবে। এক দুইটা হাতেগোনা সুযোগ তাঁরা পেয়েছে, কিন্তু সেটাও আমাদের ভুলের সুযোগ নিয়ে।’
তবে এমন জয়ের পরেও পা মাটিতেই রাখছেন ক্রোয়েশিয়া অধিনায়ক। জানালেন, ম্যাচ ধরে ধরে চিন্তা করছেন তাঁরা, ‘আমাদের প্রাথমিক লক্ষ্য পূরণ হয়েছে। গ্রুপ দেখার পরেই আমাদের প্রাথমিক লক্ষ্য ছিল দ্বিতীয় পর্ব ওঠা। আমাদের ম্যাচ ধরে ধরে এগোতে হবে। বেশি দূরের কিছু চিন্তা করতে চাইছি না আমরা। এই জয় আমাদের আত্মবিশ্বাস বাড়াবে। আমরা ভালো কিছুর প্রত্যাশা নিয়েই এসেছি, কিন্তু আমি আবারও বলছি, সেটা মোটেও সহজ হবে না। পা মাটিতে রাখাই ভালো, আমাদের এখন পরের ম্যাচের জন্য প্রস্তুত হতে হবে।’
এই ম্যাচে ক্রোয়েশিয়ার জয়ই যে উপযুক্ত ফলাফল ছিল, সেটিও বললেন মদ্রিচ, ‘প্রথমার্ধে আমরা তিনটা সহজ সুযোগ নষ্ট করেছি, কিন্তু দ্বিতীয়ার্ধে গোলমুখ খুলে গেলো, বিশেষ করে কাবায়েরোর ওই ভুলের পর। এরপর দুইটি সুন্দর গোল করেছি আমরা। যোগ্যতর দল হিসেবেই জিতেছি আমরা।’
কালকের ম্যাচ দেখার পর মদ্রিচের এমন দাবির সাথে দ্বিমত করার মানুষ বোধহয় খুঁজে পাওয়া যাবে না!
Comments